শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কেন্দুয়ায় যুবককে বেধড়ক পিটিয়েছে দুইবন্ধু হাফেজ কেন্দুয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু পুলিশকে জনবান্ধব ফোর্সে রূপান্তরের নির্দেশ -স্বরাষ্ট্র উপদেষ্টা নৌবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী চাঁন মিয়া (চান্দু মাঝি) আটক নেত্রকোণায় অটোরিকশায় লেগুনার ধাক্কা, আহত ১৫ পূর্বধলায় সূর্যোদয় স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল আজাদ এর মতবিনিময় সভা নওগাঁয় দলিল জালিয়াতি চক্রের দুই সদস্যের কারণে জমি সংক্রান্ত বিষয়ে সংঘর্ষ বেড়েই চলছে রেলস্টেশনের উচ্ছেদ অভিযানের পরে টাকা দিয়ে দোকান বসানো কর্মকর্তাদের লাগাম ধরবে কে?
রৌমারীতে স্কুলের নামে কৃষকের ফসলি জমি দখল!

রৌমারীতে স্কুলের নামে কৃষকের ফসলি জমি দখল!

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের রৌমারী উপজেলার প্রত্যন্ত চরে স্কুলের নামে কৃষকের জমি জবরদখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসী কায়দায় লাঠিশোটা নিয়ে দুই কাঠা জমির কাচাধান কেটে ফেলে সেখানে স্কুলের নামে একটি ঘর উঠানো হয়েছে। নিজের ফসলি জমি হারিয়ে অসহায় কৃষক আব্দুল গণি তার পরিবার গত তিনধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের কাছে ঘুরছে। গতকাল রবিবার অসহায় ওই কৃষক কান্নায় ভেঙ্গে পড়ে সাংবাদিকদের কাছে ওইসব অভিযোগ করেন।

রৌমারী উপজেলার চরশৌলমারী গ্রামের দরিদ্র ওই কৃষক আব্দুল গণি অভিযোগ করে বলেন, ‘গত ৪০ বছর ধরে ৭৭ শতাংশ ওই জমি আমরা ভোগদখল করে আবাদ করছি। এটা আমাদের রেকর্টীয় সম্পত্তি। বর্তমানে জমিতে আমন ধান রয়েছে। হঠাৎ করে বৃহষ্পতিবারের দিন ঘুঘুমারী স্কুলের প্রধান শিক্ষক ও তার লোকজন লাঠিশোটা নিয়ে জমি থেকে কাচাধান কাটা শুরু করে। কারন জানতে চাইলে তারা বলেন এটা খাস জমি, এখানে স্কুল ঘর করা হবে। আমরা নিষেধ করলেও তারা মানেনি। আমরা গরীব মানুষ আমাদের লোকজনও নাই যে তাদেরকে বাধা দিয়ে কাজ বন্ধ করার মতো শক্তি। এ অবস্থায় আমরা থানা পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ পরের দিন এসে তাদের ঘর তোলা নিষেধ করে যায়। কিন্তু ততক্ষনে তিন কাঠা জমির কাচাধান কেটে দুটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড টানিয়ে একটি ঘরও তুলে ফেলে তারা।’

অভিযোগে আরো জানা গেছে, ঘুঘুমারী স্কুলের শিক্ষকরা ঘুষ দিয়ে ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তার কাছ থেকে খাস খতিয়ানের জমি বলে একটা কাগজ নেয়। ওই কাগজের বলে তারা থানা পুলিশ ও ইউএনও’র কাছে জমা দেয়। এর প্রেক্ষিতে আমরাও আমাদের জমির দলিলপত্র দেখালে উপজেলা প্রশাসন ঘর তুলতে নিষেধ করে। কিন্তু ওই নির্দেশ না শুনে স্কুলের প্রধান শিক্ষকের স্বামী ফরহাত হোসেন ও তাদের চাচা মঞ্জু মিয়া ওরফে মঞ্জু মাষ্টার জোরপূর্বক ফসলি জমিতে মাটি ফেলা শুরু করার চেষ্টা করছে। এ অবস্থায় আমরা চরম বিপদের মধ্যে পড়ে গেছি।

জানা গেছে, ঘুঘুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে বিলীন হওয়ার পর স্কুলের শিক্ষক খাস জমি খুঁজতে থাকে। কোথায় খাস জমি না পেয়ে দরিদ্র ওই কৃষকের জমিতে হানা দেয়। ওই স্কুলের প্রধান শিক্ষক নাসরিন আক্তার বলেন, ‘নদীতে ভেঙ্গে যাওয়ার পর ঘর উঠানোর কোনো জায়গা ছিল না। ভূমি অফিস থেকে খাস খতিয়ানের জমি দেখিয়ে দেওয়ার পর আমরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে ওই জমিতে ঘর উঠানোর উদ্যোগ নেই।’ কাচাধান কেন কাটা হলো এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার স্বামীর সঙ্গে কথা বলেন।’ প্রধান শিক্ষকের স্বামী ফরহাদ হোসেন বলেন, ‘ঘর উঠাতে হয় এরজন্য অল্প একটু জমির কাচাধান কাটা হয়েছে। তাছাড়া ওই জমি খাস খতিয়ানের।’

এ ব্যাপারে চরশৌলমারী ইউপি চেয়ারম্যান ফজলুল হক মন্ডল বলেন, ‘এভাবে জমির কাচাধান কেটে ঘর উঠানো মোটেও ঠিক হয়নি। তাছাড়া আমরা দেখছি ওই জমির মালিক দীর্ঘদিন ধরে ভোগদখল করে আবাদ করছে। একটা স্কুল করতে ৩৩ শতাংশ জমি লাগে। সেখানে গরীব কৃষকের দখলে থাকা ৭৭শতাংশ জমি জবরদখল করে নেয়া হয়েছে।’

রৌমারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবীর (ওসি) বলেন, ‘ঘটনাটি শুনে আমরা স্কুলের শিক্ষকদের নিষেধ করে দিয়েছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, ‘জমি থেকে কাচাধান কাটার বিষয়টা আমার জানা ছিল না। পরে উভয় পক্ষকে ডেকে সমাধানের ব্যবস্থা নেয়া হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২৪ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত