শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কেন্দুয়ায় যুবককে বেধড়ক পিটিয়েছে দুইবন্ধু হাফেজ কেন্দুয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু পুলিশকে জনবান্ধব ফোর্সে রূপান্তরের নির্দেশ -স্বরাষ্ট্র উপদেষ্টা নৌবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী চাঁন মিয়া (চান্দু মাঝি) আটক নেত্রকোণায় অটোরিকশায় লেগুনার ধাক্কা, আহত ১৫ পূর্বধলায় সূর্যোদয় স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল আজাদ এর মতবিনিময় সভা নওগাঁয় দলিল জালিয়াতি চক্রের দুই সদস্যের কারণে জমি সংক্রান্ত বিষয়ে সংঘর্ষ বেড়েই চলছে রেলস্টেশনের উচ্ছেদ অভিযানের পরে টাকা দিয়ে দোকান বসানো কর্মকর্তাদের লাগাম ধরবে কে?
সুনামগঞ্জে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন সুনামগঞ্জ জেলার উদ্যোগে আজ বুধবার সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক মো:আব্দুল ওয়াহিদ’র সভাপতিত্বে ও সদস্য সচিব মো: দিলশাদ খানের পরিচালনায় অনার্স-মাস্টার্স শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন- বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি(বাকবিশিস) সভাপতি সহকারী অধ্যাপক শুভঙ্কর তালুকদার মান্না, ,সকশিস সুনামগঞ্জ জেলার সভাপতি প্রভাষক মোঃ মশিউর রহমান,বাকবিশিস সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, প্রভাষক আলমগীর হোসেন, মাদ্রাসা জেনারেল টিসার্চ অ্যাসোসিয়েশন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সভাপতি মো: মিজানুর রহমান, প্রভাষক মো: আলমগীর, রেজাউল হক ও জাকির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন- ১৯৯৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩১৫টি বেসরকারি কলেজে   অনার্স-মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। কিন্তু দীর্ঘ ২৮বছর পরও এমপিওভুক্ত না হওয়ায় চরম মানবেতর জীবন-যাপন করছেন সরকারি বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষক।অথচ উচ্চ শিক্ষার প্রসার ও মানোন্নয়নে শুরু থেকেই শিক্ষকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বেসরকারি কলেজ সমূহে অনার্স-মাস্টার্স কোর্সে বৈধভাবে নিয়োগ প্রাপ্ত সকল শিক্ষকগণকে অবিলম্বে এমপিওভুক্ত করার জন্য জোর দাবি জানান শিক্ষক নেতৃবৃন্দ। 

মানববন্ধন শেষে দাবি পূরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২৪ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত