আসন্ন ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেতে গাজীপুরের শ্রীপুরে এবার প্রার্থির ছড়াছড়ি।সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে এবার ৮ ইউনিয়নের প্রার্থিতায়।
ইসি’র আসন্ন তপসিল নিকটবর্তি হওয়ায় এই উপজেলার ৮ ইউনিয়ন থেকে এবার রেকর্ডসংখ্যক ১০১ জন প্রার্থি উপজেলা আ.লীগ কার্যালয় থেকে বিনামূল্যের ফরম সংগ্রহ করেছেন।সরাসরি কেন্দ্র থেকে ফরম নিয়ে জমা দেবেন এমন তালিকায় রয়েছে আরো অর্ধ ডজন প্রার্থি।
গতকাল সোমবার (২২ শে নভেম্বর) বেশ কিছু ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে এবং এসব ইউনিয়নের প্রার্থিরা ইতিমধ্যেই ইউনিয়ন আ.লীগের মাধ্যমে তাদের ফরম উপজেলা আ.লীগ কার্যালয়ে প্রেরণ করেছেন।
বাদ-বাকি ইউনিয়নসমুহের বর্ধিত সভা আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।নিকট অতীতের যে কোন সময়ের থেকে এবার এই উপজেলার ইউনিয়নসমুহে রেকর্ড সংখ্যক প্রার্থি আ.লীগের মনোনয়ন প্রত্যাশী,যা অতীতে কখনো হয়নি।
প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ ভোটারদের সাথে নিয়ে এসব মনোনয়ন ফরম জমা দিতে দেখা গেছে। একইদিন উপজেলা আওয়ামীলীগের কমিটির কাছে সেগুলো জমা দেওয়াও হয়েছে।
শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য চলতি বছরের মার্চে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। বর্তমান ভোটার তালিকা অনুসারে এসব ইউনিয়নসমূহে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৮’শ ২২ জন।
এর মধ্যে পুরুষ ১ লাখ ৬০ হাজার ৫১ এবং নারী ভোটার ১ লাখ ৫৬ হাজার ৭’শ ৭১ জন।
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর হিমু বলেন, নৌকা প্রতীক পাওয়ার জন্য বা আ.লীগের দলীয় মনোনয়নের জন্য ১০১ জন প্রার্থী উপজেলা আওয়ামীলীগের কমিটির কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের ফরমগুলো ২২ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের কাছে জামা দেয়া হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় অনুমোদন করে সেগুলো জেলায় প্রস্তাব আকারে পাঠানো হবে। দলের উচ্চতর পরিষদ যাচাই বাছাই করে প্রতি ইউনিয়ন থেকে একজন প্রার্থিকে দলিয় প্রতিক নৌকা প্রদানের জন্য সুপারিশ করে দলের হাইকমান্ড ও মনোনয়ন বোর্ডের কাছে সুপারিশ আকারে প্রেরণ করবে।
অবশ্য অপর একটি সূত্র জানিয়েছেন, প্রাপ্ত মনোয়ন ফরম যাচাই বাছাই শেষে সকল প্রার্থির নাম কেন্দ্রে প্রেরণ করতে পারে।
Leave a Reply