শিরোনাম :
পুলিশকে জনবান্ধব ফোর্সে রূপান্তরের নির্দেশ -স্বরাষ্ট্র উপদেষ্টা নৌবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী চাঁন মিয়া (চান্দু মাঝি) আটক নেত্রকোণায় অটোরিকশায় লেগুনার ধাক্কা, আহত ১৫ পূর্বধলায় সূর্যোদয় স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল আজাদ এর মতবিনিময় সভা নওগাঁয় দলিল জালিয়াতি চক্রের দুই সদস্যের কারণে জমি সংক্রান্ত বিষয়ে সংঘর্ষ বেড়েই চলছে রেলস্টেশনের উচ্ছেদ অভিযানের পরে টাকা দিয়ে দোকান বসানো কর্মকর্তাদের লাগাম ধরবে কে? সাভারে ইয়ামিন চত্বরের উদ্বোধন ফ্যাসিবাদী সরকারের মূল কর্তারা এখনও রয়ে গেছে: ফখরুল ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে ‌গ্রেফতার করেছে র‌্যাব-১০
হাতীবান্ধা জমির সীমানা প্রাচীর নির্মান করাকে কেন্দ্র করে শিক্ষককে মারধর

হাতীবান্ধা জমির সীমানা প্রাচীর নির্মান করাকে কেন্দ্র করে শিক্ষককে মারধর

হাতীবান্ধা প্রতিনিধি,মিনহাজ পারভেজ।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সীমানা প্রাচীরের দেয়াল নির্মান করাকে কেন্দ্র করে আতাউর রহমান খন্দকার বাদশা (৪০) নামে এক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে বেধরড় পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত ওই শিক্ষক বর্তমানে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় গত মঙ্গলবার (১৭ মার্চ) আহত শিক্ষকের ভাই আতিয়ার রহমান (৩৫) বাদী হয়ে ৫ জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত সোমবার (১৬ মার্চ) উপজেলার সিন্দুর্না ইউনিয়নের পূর্ব-সিন্দুর্না গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহত শিক্ষক উপজেলার পূর্ব-সিন্দুর্না গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। এছাড়া তিনি উপজেলার লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
অভিযুক্তরা হলেন, উপজেলার একই গ্রামের মৃত পান মাহমুদের ছেলে শাজাহান আলী (৬০) ও শাজাহানের ছেলে মকছেদুর রহমান দবি(৪০), মতিয়ার রহমান পিপুল(৩৫), মিজানুর রহমান লাবু (৩০) এবং মাইদুল ইসলাম মিঠুল(২৫)।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ সকালে শিক্ষক বাদশা রাজ মিস্ত্রী দিয়ে পৈত্রিক ভিটা- বাড়ির সীমানা প্রাচীর নির্মান করছিলেন। এ সময় অভিযুক্ত শাজাহানসহ আরও ৪জন সেখানে এসে প্রাচীর নির্মানে বাধা দেয়। এ সময় তাদের বাকবিতন্ডা লাগে। এর এক পর্যায়ে অভিযুক্তরা ওই শিক্ষকের উপর হামলা চালায় এবং বেধড়ক মারধর শুরু করে। এ সময় ওই শিক্ষক গুরুত্বও আহত হন। সেখানে উপস্থিত রাজ মিস্ত্রীরা ওই শিক্ষককে দ্রুত উদ্ধার উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে অভিযুক্ত জানান,
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তদন্ত নজির হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২৪ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত