শিরোনাম :
নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড  ভালো ভাবনার আহ্বানে ফরিদপুর কোট চত্বরে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপিত ফরিদপুরে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড জরিমানা করেছে মোবাইল কোর্ট  মহাসড়কে শিয়ালের বিচ্ছিন্ন দেহাংশ, পিছলে সাংবাদিক গুরুতর আহত  ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি’র জানাজা আজ আমরা কখনো যেন হাল না ছাড়ি: মির্জা ফখরুল নেত্রকোনা সদরে পুরাতন সীল প্যাডের কারণে কালির সমস্য হচ্ছে, প্রিজাইডিং অফিসারদের অভিযোগ  শ্রীবরদীতে গ্রাম আদালত কার্যক্রম অগ্রগতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নরেন্দ্র মোদি পূণরায় ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যে কাশ্মিরকে ভারতের অংশ করা হবে সিরাজগঞ্জে চলতি বছরই সেতু দিয়ে চলবে ট্রেন
ভিসানীতি কঠোর করছে নিউজিল্যান্ড

ভিসানীতি কঠোর করছে নিউজিল্যান্ড

ডেস্ক রিপোর্ট : কর্মসংস্থান বা ওয়ার্ক ভিসার নিয়মে কড়াকড়ি আরোপ করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। দেশটিতে ২০২৩ সালে বিপুল সংখ্যক অভিবাসী আগমন করেছিল। কম দক্ষতাসম্পন্ন অভিবাসীদের ঢল ঠেকাতে রোববার (৭ এপ্রিল) ওয়ার্ক ভিসানীতি কঠোর করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড সরকার।

সোমবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।  প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডের নতুন নীতিতে যেসব পরিবর্তন আনা হয়েছে এর মধ্যে রয়েছে ইংরেজি ভাষায় বিশেষ দক্ষতা। নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রণালয় বলছে, কম দক্ষতার চাকরিগুলোতেও এখন কেউ এই দেশে এসে কাজ করতে চাইলে ইংরেজি ভাষায় বিশেষ দক্ষতা থাকতে হবে। তা না হলে ওয়ার্ক ভিসা দেওয়া হবে না।

নতুন ভিসানীতিতে দ্রুত চাকরি নিশ্চিত করে এমন পেশার তালিকায় ওয়েল্ডার, ফিটার এবং টার্নারের মতো ১১টি ক্ষেত্র যুক্ত করার আগের পরিকল্পনাগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রণালয়। দেশটির অভিবাসনমন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড বলেন, ‘দক্ষ ও কাজে আগ্রহী বিদেশি কর্মীদের বেশি টানতে চায় সরকার। এ তালিকায় থাকতে পারেন শিক্ষক। এই খাতে জনবল কম।’

তিনি আরো বলেন, ‘একই সঙ্গে আমাদের নিশ্চিত করতে হবে যে, চাকরিতে নিউজিল্যান্ডের অধিবাসীরা যেন অগ্রাধিকার পান। অভিবাসীদের কারণে আমাদের নিজ নাগরিকরা যেন বঞ্চিত না হন, সেদিকে অবশ্যেই লক্ষ্য রাখতে হবে।’

অভিবাসনমন্ত্রী বলেন, ‘আমাদের ইমিগ্রেশন সেটিংস ঠিক করা অর্থনীতির পুনর্গঠনের জন্য এই সরকারের পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ।’

দেশটির নীতিনির্ধারকদের মতে, অভিবাসীদের ঢল বাড়ি ও জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে ও মুদ্রাস্ফীতির চাপ যুক্ত করছে। এদিকে, ওয়ার্ক ভিসানীতি কঠোর করার ঘোষণায় ‍উদ্বেগ প্রকাশ করেছে নিউজিল্যান্ডের এমপ্লয়ার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংস্থাটি জানিয়েছে, নতুন ভিসা নিয়মের অনাকাঙ্ক্ষিত পরিণতি হতে পারে।

সোমবার (৮ এপ্রিল) অ্যাসোসিয়েশনের হেড অব অ্যাডভোকেসি অ্যালান ম্যাকডোনাল্ড বলেন, ‘আমরা সঠিক কর্মীদের নিয়ে আসছি এবং তারা যাতে শোষিত না হয় তা নিশ্চিত করার জন্য সমর্থন দিচ্ছি। তবে কর্মসংস্থান খাতে ভারসাম্য ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘অনুপ্রাণিত কর্মীদের জন্য নিউজিল্যান্ডে আসা কঠিন করে তোলার অর্থ হল তারা অন্য কোথাও চলে যাবে। এটি দেশের অর্থনীতির ক্ষতি করবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত