আলোকিত ডেস্ক : দুই ছাত্রীকে প্রেমের ফাঁদে ও এক গৃহবধুর স্বামীর চুরির অপরাধ ক্ষমা করে দেওয়ার কথা বলে ফেলে বিভিন্ন সময় পৃথক স্থানে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নান্দাইল থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।। ওই তিন ধর্ষিতাকেই ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে নান্দাইলের একটি কোচিং সেন্টারের শিক্ষককের সাথে ছাত্রীর আপত্তিকর ভিডিও প্রচার হওয়ায় ওই ছাত্রীর পরিবার ছাত্রীর নিরাপত্তা নিয়ে বেকায়দায় পড়েছেন। ঘটনাটি মীমাংসার জন্য গত তিন দিন ধরে একটি চক্র চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া গ্রামের এক কিশোরী স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ালেখা করে। ছাত্রীটিকে প্রতিবেশী আবদুল গনীর ছেলে স্নাতক অধ্যায়নরত মো. রবিন মিয়া প্রেমের ফাঁদে ফেলে বিয়ের আশ্বাসে ধর্ষণ করে। পরে জোর করে একটি ট্যাবলেট খাইয়ে দেয় ওই কিশোরীকে। এতে কয়েকদিন রক্তপাত হলে পরিবারকে বিষয়টি জানায় । এমন পরস্থিতিতে মঙ্গলবার এলাকায় সালিশ বসে। সালিশে ব্যর্থ হলে রাতে থানায় অভিযোগ করেন ছাত্রী মা। পুলিশ রাতেই রবিন ও তার ভাবি রুনা আক্তারকে আসামি করে মামলাটি নথিভুক্ত করে।
অপরদিকে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের সৈয়দভাকুরী গ্রামের মাহেন্দ্রচালক টাকা চুরি করছে এমন অভিযোগ তুলে তার স্ত্রীকে (১৯) পুলিশের ভয় দেখিয়ে গত ২০ জুন তুলে নিয়ে যায় একই গ্রামের মতি মিয়া (৪৫)। পরে নানা ভয় দেখিয়ে গৃহবধূকে বিভিন্ন স্থানে দুই দফা ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না জানাতে নানা ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার টাকা দিয়ে রফা করার চেষ্টাও করা হয়। কিন্তু গৃহবধূর স্বামী কৌশলে নির্যাতিতা স্ত্রীকে নিয়ে থানায় এসে হাজির হয়। মতিসহ দুইজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ করেন র্নিযাতিতা গৃহবধূ। পরে গত বুধবার মামলাটি থানায় নথিভুক্ত হয়।
এদিকে নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরলক্ষীদিয়া গ্রামের এক ছাত্রী পাশের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি মাদরাসায় অষ্টম শ্রেণিতে পড়ে। এই অবস্থায় পাশের রাজীবপুর ইউনিয়ওেনর চরনওপাড়া গ্রামের হাতেম আলীর ছেলে আবু হানিফের (২০) সাথে প্রেমের সর্ম্পক গড়ে তুলে। গত ২১ জুন ছাত্রীকে বিয়ে কথা বলে নিয়ে যায় হানিফ। পড়ে রাতে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করে ফেলে চলে যায়। পরদিন মেয়ের বাবা থানায় গিয়ে মামলা দায়ের করেন।
নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখি বাজারে এডভান্স কোচিং সেন্টারের প্রধান নুরুল ইসলাম নুরুর বিরুদ্ধে তাঁর কোচিং সেন্টারের এক ছাত্রীর সাথে অনৈতিক সর্ম্পকের ভিডিও ধারণ করে। এ অবস্থায় ছাত্রীকে প্রতিনিয়তই সর্ম্পকের কথা বললে রাজি না হওয়ায় তা সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও বিভিন্ন জনের মোবাইলে আপলোড করে প্রচার চালায়। এতে ঘটনাটি জানাজানি হলে ছাত্রীর পরিবার পড়েন বেকায়দায়। মানসিকভাবে ভেঙ্গে পড়া মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্ধিগ্ন। এ অবস্থায় ঘটনাটি ধামাচাপা দিতে একটি চক্র গত তিনধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দুই থানার ওসি জানান, দুইছাত্রী ও গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নান্দাইলের ভিডিও প্রচারের ঘটনায় উপ-পরিদর্শক আব্দুল করিম জানান, ঘটনাটি তদন্ত করে ভিডিও দেখে সত্যতা পাওয়া গেছে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে
Leave a Reply