গজনবী বিপ্লবঃ নেত্রকোনায় ৩৫ রকমের নকল ঔষধ জব্দসহ জুয়েল মিয়া (৩৮) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে নেত্রকোনা জেলা শহরের আনন্দবাজারের আলভি মেডিক্যাল হল থেকে ওই ঔষধ জব্দ ও ব্যবসায়িকে আটক করা হয়। আটক জুয়েল নেত্রকোনার পূর্বধলা উপজেলার নরনারায়ণপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে। এসব তথ্য নিশ্চিত করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার নেত্রকোনা উপ-পরিচালক তৌফিকুর রহমান জানান, দীর্ঘদিন যাবৎ আনন্দবাজার আলভী মেডিক্যাল হলে অবৈধভাবে নকল, যৌন উত্তেজক ও মেয়াদ উত্তীর্ণ ঔষধের ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপনে এ সংবাদ পেয়ে এখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ঔষধসহ জুয়েলকে আটক করা হয়েছে। জব্দকৃত ঔষধ ও আটক জুয়েলকে রাতেই নেত্রকোনা মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওই উপ-পরিচালক।
Leave a Reply