সাঁথিয়া (পাবনা ) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির ২ এর জোনাল ম্যানেজারকে জেমএবি পরিচয়ে চাঁদা দাবি ও হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এজিএম রুহুল আমীন সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়,পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জোনাল ম্যানেজার এজিএম রুহুল আমীনকে কে বা কাহারা ০১৬৩৯-৮৯৬৭৩২ নম্বর থেকে ৭ জুলাই মঙ্গলবার বিকেলে জ্এেমবি পরিচয়ে ফোন করে জেএমবি সদ্যদের থাকা খাওয়ার খরচ বাবদ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং বিভিন্ন রকমের হুমকি প্রদান করে। অভিযোগে আরও জানা যায়, এর আগের দিন দুপুরে একই ফোন নম্বর থেকে একই কথা বলে ফোন করা হয়। এ ব্যাপারে এজিএম রুহুল আমীন বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সাঁথিয়া থানা অফিসার ইনÑচার্জ আসাদুজ্জামান অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, আমরা মোবাইল নম্বরটা সনাক্ত করে আসামীকে গ্রেফতার করার চেষ্টা করছি।
Leave a Reply