মোঃ সোহাগ রানা : গাজীপুরের অবৈধ কৃষিজাত পণ্য উৎপাদনকারী দুটি কারখানায় এন এস আইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত । অবৈধ কৃষিজাত পণ্য উৎপাদনকারী কারখানা দুটি গাজীপুরের কোনাবাড়ীর নছের মার্কেট এলাকায় কারখানা দুটি জমি ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত কারখানা দুটিকে দেড় লক্ষ টাকা জরিমানা করে ও বন্ধের নির্দেশ প্রদান করেন।
বৃহস্পতিবার (৯জুলাই) বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা সংস্থা এন এস আইয়ের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাসকো এগ্রো কেমিক্যালস্ কে ১লাখ ও ইউনিসন এগ্রো কেমিক্যালস্ কে ৫০ হাজার টাকা জরিমানা করে কারখানা দুটি থেকে উৎপাদন পন্যের নমুনা জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়াসিউজ্জামান জানান,কোনাবাড়ি নছের মার্কেট এলাকায় দুটি কৃষি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অবৈধভাবে পণ্য উৎপাদন করে আসছে এমন সংবাদের ভিত্তিতে কারখানায় এসে তার সত্যতা পাওয়া যায় । যেহেতু প্রতিষ্ঠান দুটি ভাড়া জায়গায় উপর অবস্থিত তাই জায়গার মালিকের ক্ষতি কথা বিবেচনা করে প্রতিষ্ঠান দুটিকে সিলগালা না করে কারখানা দুটির সমস্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা এনএসআই এর উপ-পরিচালক নজরুল ইসলাম, এনএসআই এর অন্যান্য কর্মকর্তা সহ আনসার বাহিনীর সদস্য গন।
Leave a Reply