যশোরে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের নমুনা পজেটিভ এসেছে। যার মধ্যে ৩ জন ফলোআপ রোগী। অর্থাৎ, নতুন আক্রান্তের সংখ্যা ৬৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় যশোরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) এই ফলাফল পাওয়া যায়।
যবিপ্রবির ল্যাবের পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার জানান, রোববার তিন জেলার ২৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৭টি নমুনাকে পজেটিভ হিসেবে চিহ্নিত করা হয়। বাদবাকি ১৫২টি নমুনার ফল নেগেটিভ। এর মধ্যে যশোরের ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জন, মাগুরায় ৪৯ জনের নমুনা পরীক্ষায় ২১ জন, বাগেরহাটের ১১ জনের নমুনা পরীক্ষায় ৮ জন শনাক্ত হয়েছেন। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে বলে ড. শিরিন নিগার জানিয়েছেন।
সবমিলিয়ে, যশোরে করোনায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৪৯। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। সুস্থ হয়েছেন ৪৯৬ জন।
Leave a Reply