ভাণ্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে সোমবার সকালে উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের বাসিন্দা অটো চালক জসিম হাওলাদারের স্ত্রী রহিমা খাতুন(২২) নামের এক সন্তানের জননী গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ভাণ্ডারিয়া থানার উপপরিদর্শক আশিকুর রহমান জানান, দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মূল ঘরের বারান্দায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই মহিলার জুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার কর্মকর্তা ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। কোন অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগন ব্যাবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply