নওগাঁর ধামইরহাটে রাতভর বৃষ্টিতে সারাদেশের ন্যায় ধামইরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেই সাথে পৌর সদরের প্রায় ২০টি পরিবার পানি প্লাবিত হয়েছে। রাতের ঘুম হারাম করে ভুক্তভোগীরা দিক বিদিক ছুটাছুটির করুণ্য দৃষ্য যেন দেখার কেউ ছিল না, কারণ প্রতিবেশী প্রতিটি বাড়ীতেই ছিল একই অবস্থা। ভুক্তভোগী আবদুস সামাদ জানান, তার বাড়ীর ফ্রিজ, চাল-ডাল, কাপড়, ল্যাপ-তোষক, গ্যাসের চুলা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়েছে। রাতে ঘুমানোর পর বৃষ্টি পানি যখন ঘরের খাট পর্যন্ত পৌছায়, তখন আতঙ্ক ছাড়া চোখে কোন কিছু ছিল না। ক্ষতিগ্রন্থ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাহেলা বেগমের ঘরের প্রায় ১০ মন চাল পানিতে নিমজ্জিত হয়, ছেলে-মেয়েদের বই-খাতা, কম্বলসহ মুল্যবান জিনিসপত্র ভিজে নষ্ট হয়ে যায়।
এছাড়াও ক্ষতিগ্রস্থ আকতার হোসেন (সিজন), এম.এ হাসেম, কাপড় ব্যবসায়ী জিল্লুর রহমান, চশমা দোকানদার ইলিয়াস আলম, কলেজ শিক্ষক তৌফিকুল ইসলাম, সোহরাব হোসেন, ডা. লুৎফর রহমান, মিনা বেগম, সামসুল আলম, সাইফুল ইসলাম, মৃত আবদুল লতিল মাস্টারের বাড়ী, ব্যবসায়ী লাল মিয়া, অবসর পুলিশ সদস্য তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর হোসেন ও আসমা বেগমের বৃষ্টিতে পানি নির্ঘূম রাত কাটিয়েছেন।
ঘটনার সংবাদ পেয়ে ধামইরহাট পৌর মেয়র মো. আমিনুর রহমান ঘটনাস্থলে লোক পাঠান এবং ধামইরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল ভেঙ্গে পানির ড্রেন বন্ধ হওয়ায় এই ঘটনা ঘটেছে বলে অনেকেই জানান। ক্ষতিগ্রস্থরা করোনা কালীন সময়ে আকস্মিকভাবে আরও ক্ষতির শিকার হয়েছেন।
Leave a Reply