মো: এনামুল হক (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় গতকাল শুক্রবার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়-দুঃস্থ পরিবারের সহায়তায় স্থানীয় সাংসদ অসীম কুমার উকিলের দিক নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শুনই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান খান কামালের নিজস্ব উদ্যোগে চানপুর শুনই গ্রামে ১শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেয়া হয়। বন্যায় চলাচলের রাস্তা ঘাট পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ সম্পাদক কামাল নৌকা যোগে বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। তানভীর হাসান খান কামাল বলেন, স্থানীয় সাংসদের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি এবং বন্যা শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করে যাব।
Leave a Reply