বিশেষ প্রতিনিধিঃ গতকাল শুক্রবার ( ৭ আগষ্ট) বিকাল ৪:৩০ মিনিটের সময় তুরাগের ধউর এলাকায় ডিউটরত সার্জেন্ট এরশাদ ও সার্জেন্ট বাহাউদ্দিন, রেকার ড্রাইভার ও রেকার অপারেটর সহ কনস্টেবল মনিরের লাগামহীন চাঁদাবাজি চলাকালীন সময়ে কয়েকজন গাড়ি চালক সাংবাদিকদের মোটরসাইকেল থামিয়ে মোঃ আলামিন (২৫) জানান, আমি একটি রিজার্ভ বাড়া যাত্রী নামিয়ে ফেরার পথে গাড়ি সিগনাল দিয়ে সার্জেন্ট এরশাদ বলেন, টাকা দিবি নাকি মামলা নিবি। কিসের টাকা জানতে চাইলে বলেন তোর কাগজপত্র দে। আমি গাড়ির কাগজপত্র দেয়ার পরে কাগজ পকেটে রেখে বলছে এই জন্য টাকা দিবি বলে ১৫০০ টাকা দাবী করেন, একপর্যায়ে আমি বাধ্য হয়ে ৩০০ টাকা দিয়ে অপারগতা প্রকাশ করলে দীর্ঘক্ষন দাড় করে রেখে আমার কাগজপত্র ফিরিয়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক পিকআপ চালক বলেন, আমার গাড়ির সিগনাল দিয়ে লাইসেন্স দেখতে চাইলে লাইসেন্স সাথে না থাকায় আমার কাছে মোটা অংকে টাকা দাবি করেন। পরে দুইঘন্টা আটকের পর আমাকে ৫০০০ হাজার টাকার মামলা দিয়ে ছেড়ে দেন। এছাড়াও আটক থাকা একজন প্রাইভেট কার চালক মোঃ কাইউম (৩৫) সাংবাদিকদের উপস্থিতিতেটের পেয়ে ট্রাফিক পুলিশের কাছ থেকে এসে বলেন। আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করি।কারণে অকারণে গাড়ি থামিয়ে দেরি করায় একপর্যায়ে বাধ্য হয়ে টাকা দিয়ে আসতে হয়। উল্লেখ্য যে গত বেশ কিছুদিন যাবত ধউর ট্রাফিকের টি আই আতিকের বিরুদ্ধে চাঁদাবাজির নিউজ দৈনিক আজকের প্রভাত ও দৈনিক স্বাধীন সংবাদ, সহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয় এর পরেও উর্দ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয়ায় চলছে তাদের লাগামহীন চাঁদাবাজি অভিযোগের বিষয়টি মুঠোফোনের মাধ্যমে সার্জেন্ট এরশাদের নিকট জানতে চাইলে তিনি জানান, আমাদের বিরুদ্ধে হাজারো অভিযোগ তবে আজকে যে সকল গাড়ির কাগজপত্র ছিলোনা তাদের মামলা দিয়েছি।
(অনুসন্ধান চলমান)
Leave a Reply