মোঃ এনামুল হক, গাজীপুর শ্রীপুর : গাজীপুর শ্রীপুরে উপজেলার মাওনা ইউনিয়নের এলাকায় ২৫ বছর বয়সী এক নারী পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আশরাফুল আলম কে (২২) শ্রীপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযুক্ত ওই যুবক ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মল্লিক মল্লিক বাড়ি এলাকার।
ধর্ষণের শিকার ওই নারীর সাথে কথা বলে জানা যায়, উপজেলার চকপাড়া এলাকার একটি পোশাক কারখানায় হেলপার পদে চাকরি করেন তিনি। অভিযুক্ত আশরাফুল পাশের কক্ষে ভাড়াটিয়া সে সুবাদে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। একপর্যায়ে গত রবিবার রাত সাড়ে বারোটার দিকে ওয়াশরুমের গ্রিল টপকিয়ে রুমের ভেতর প্রবেশ করে আশরাফুল। পরে অপর অভিযুক্ত দিনাজপুর জেলার খানসামা উপজেলার জাহাঙ্গীর আলম (৩৫) সহ উপর্যুপরি ভাবে মৃত্যুর-হুমকি দিয়ে ধর্ষণ করে। স্থানীয়দের সহযোগিতায় আশরাফুলকে গ্রেপ্তার করা হলেও অপর আসামি জাহাঙ্গীর পালিয়ে গেছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযুক্ত আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply