সোনাইমুড়ী, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার উওর বারাহিপুর গ্রামে প্রায় ২ হাজার মানুষের বসবাস। অথচ ওই গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তাটির বেহাল অবস্থা। উওর বারাহিপুর থেকে পাপুয়া পর্যন্ত এক কিলোমিটারের রাস্তার কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই মানুষ গুলোকে। সামান্য বৃষ্টি হলে পানি ও কাদা জমে থাকে সম্পূর্ণ রাস্তায়। তখন যানবাহন-তো দূরের কথা, পায়ে হেঁটেই চলাচল করা বিপদজনক হয়ে দাঁড়ায়।
দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে আসলেও রাস্তাটি সংস্কারের জন্য কোন উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই রাস্তাটির সংস্কার করার কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। বিভিন্ন সময় রাস্তাটি পাকাকরণের প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি জনপ্রতিনিধিরা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, সামান্য বৃষ্টি হলেই এই রাস্তাটি দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। হাটু পর্যন্ত কাদা পার হয়ে যেতে হয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ গ্রামের সাধারণ জনগণকে। অনেক সময় পা পিছলে ঘটে দুর্ঘটনা। নষ্ট হয়ে যায় বাজার সদায়ও। সবচেয়ে বড়কথা বর্ষা কালে রাস্তাটি প্রায় জায়গায় ডুবে যায় যার ফলে অনেক ভোগান্তি সৃষ্টি হয়।
Leave a Reply