রংপুর প্রতিনিধি : ফ্রান্সে মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে প্রেসক্লাব চত্বরে জেলার আলেম-উলামা ও ইমাম-খতিবদের সংগঠন ইমাম উলামা পরিষদ এই মানববন্ধন ও সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর প্রত্যক্ষ মদদে রাষ্ট্রীয় সহযোগিতায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, মুসলমানদের হৃদয়স্পন্দন বিশ্বনবী মুহম্মাদ (সা.) এর ব্যাঙ্গচিত্র তৈরি করে পৃথিবীর কোটি মুসলমানের হৃদয়ে কুঠারাঘাত করা হয়েছে। সেই সাথে এসব ব্যাঙ্গচিত্র প্রদর্শন করা বন্ধ করবে না বলে জানিয়েছে। বিশ্বের সকল মুসলমানের মানবিক ও মৌলিক অধিকার চরমভাবে খর্ব করেছে ম্যাক্রোঁ।
বক্তারা আরো বলেন, এই মহুর্তে মুসলমানদের ইমানী দায়িত্ব¡ হয়েছে ফ্রান্সের যাবতীয় পণ্যসামগ্রী বর্জন করা। এবং ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক বর্জন করে তাদেরকে সমুচিত জবাব দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও তারা জোর দাবী জানান। একই সঙ্গে ফ্রান্সের উৎপাদিত সকল পণ্য বর্জনের ডাক দেয়া হয়।
পরিষদের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইমাম উলামা পরিষদের সহ-সভাপতি মুফতি জসিম উদ্দীন, মাওলানা রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ আমজাদ হােসাইন, প্রধান মিডিয়া সম্পাদক কবারী আতাউল হক, মাওলানা ইউছুফ আলী, কারী আশরাফ আলী, মাওলানা নেয়ামুল হক, মাওলানা কাজী হামদুল্লাহ ও হাফেজ জয়নাল আবেদীন প্রমুখ।
Leave a Reply