বিপ্লব হোসেনঃ ফ্রান্সে, ‘মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রিয় নেতা,মহানবী হজরত মুহাম্মদ (সঃ)কে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আশুলিয়ার জামগড়া, বাইপাইল, নবীনগর, পল্লীবিদ্যুৎ, ইপিজেড,ও বলিভদ্র সহ আশেপাশের এলাকা ও হাইওয়ে রোড গুলোতে বিক্ষোভ মিছিল হয়েছে। (৩০ শে অক্টোবর) শুক্রবার জুমার নামাজ আদায় শেষে জামগড়া কেন্দ্রীয় মসজিদ, আব্বাসিয়া মসজিদ, মীরবাড়ি মসজিদ, সহ আশুলিয়ার প্রায় মসজিদের মুসল্লিগন খন্ড খন্ড মিছিল বের করে,পরে তারা সবাই একত্রিত হয়ে বাইপাইল চত্বরে জন-সমুদ্রে পরিনত হয়।এবং ছোট ছোট কিছু ব্যানার সেখানে পুড়িয়ে আগুন ধরানোর চেষ্টা হয়।
জুমার নামাজের পর কয়েক ‘শ’ মুসল্লি ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাইল চত্বরে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে আনুমানিক আড়াইটার দিকে শেষ হয়। সমাবেশে বক্তারা ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা ও অভিলম্বে ক্ষমা চাওয়ার পাশাপাশি, ফ্রান্সের দূতাবাস অপসারণ ও পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বক্তারা।
তবে,অধিকাংশ মুসল্লির হাতে ছিল প্ল্যাকার্ড। ফ্রান্সের পণ্য বর্জন করাসহ নানা ধরনের বক্তব্য এসব প্ল্যাকার্ডে লেখা ছিল।
এসময় ওলামায়ে কেরামগন বলেন,ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সঃ)-এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। তারা আরও বলেন,ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে ফ্রান্সের পণ্য বর্জন করারও জোর দাবি জানাচ্ছি।’
সমাবেশ শেষে সারা বিশ্বের মুসলমানদের জন্যে দোআ ও মোনাজাত করা হয়।
Leave a Reply