মোরেলগঞ্জ বাগেরহাট প্রতিনিধি:
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার প্রতিবাদে সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হচ্ছে বিক্ষোভ মিছিল,প্রতিবাদ সভা, সমাবেশ ও মানববন্ধন ।
শুক্রবার বাদ জুমা উপজেলার চিংড়াখালী বাজারে রাসুল(সা.) প্রেমী তাওহীদী জনতার ব্যানারে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
মাওলানা আব্দুল ওহাব সাহেবের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন মো. আরিফ হোসেন সরদার, মাওলানা খবির হোসেন সরদার, ইমাম ও খতিব মাওলানা এনামুল ইসলাম, ইমাম ও খতিব সাবেক ছাত্রনেতা মাওলানা আথতারুজ্জামান, মাওলানা আলমঙ্গীর হোসেন প্রমূখ। সভায় বক্তারা মহানবীকে(সা.) নিয়ে ব্যাঙ্গ চিত্র প্রদর্শন ও কটুক্তির প্রতিবাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকক্রোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সেই সাথে ফ্রান্স সরকারের সাথে কুটনৈতিক সর্ম্পক ছিন্ন করে ফ্রান্সের দুতাবাস বন্ধ করে দেয়াসহ ফ্রান্সের সকল পণ্য বর্জন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী’র নিকট জোর দাবি জানান। অপর দিকে উপজেলার কচুবুনিয়ায় অনুরুপ কর্মসূচি পালিত হয়েছে।
Leave a Reply