বিএম. মাহবুব, মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ২টি (নৈশপ্রহরী ও আয়া)পদে নিয়োগ বানিজ্য করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। আর সুপারের এসব অনিয়মের বিরুদ্ধে উর্ধতন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দাখিলসহ মাদরাসা চত্তরে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবসী।
অভিযোগ সূত্রে প্রকাশ, উপজেলার পঞ্চকরণ সিরাজ স্মৃতি দাখিল মাদ্রাসার সুপার ও উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুস সোবাহান তার মাদ্রাসায় নৈশপ্রহরী ও আয়া নিয়োগ দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন। এমনকি চাকরি দেয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকেও অর্থ হাতিয়েছেন। অভিযোগ রয়েছে, মাদ্রাসা সুপার মাওলানা আব্দুস সোবাহান বিভিন্ন প্রকার খরচের বাহানায় নৈশপ্রহরী পদে ৩ লক্ষ টাকা চুক্তিতে জনৈক ইমরান শেখকে চাকরি দেয়ার কথা বলে তার কাছ থেকে প্রাথমিক পর্যায় গত ২ নভেম্বর ১ লক্ষ ৫০ হাজার টাকা, এবং আয়া পদে চাকুরী দেয়ার কথা বলে ৩ লক্ষ টাকা চুক্তিতে ওই মাদ্রাসার জমিদাতার নাতী লাভলী বেগমের কাছ থেকে ২০১৮ সালে প্রাথমিক পর্যায় ১ লক্ষ টাকা গ্রহন করেন এবং বাকি টাকা নিয়োগপত্র দেয়ার পর পরিশোধ করা হবে মর্মে চুক্তি হয়।
চুক্তি মোতাবেক গত ৪ নভেম্বর তাদেরকে বাগেরহাটে নিয়োগ বোর্ডে উপস্থিত করায়ে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহন করান। কিন্তু সুপার আব্দুস সোবাহান তাদেরকে নিয়োগ না দিয়ে মোটা অংকের অর্থের বিনিময় কুট কৌসল ও জাল-জালিয়াতীর আশ্রয় নিয়ে লোক দেখানো নিয়োগ পরীক্ষার মাধ্যমে আগে থেকে মনোনীত (সর্বোচ্চ দরদাতা) অপর ২ জনকে নিয়োগ প্রদান করেন।
এ বিষয় ভূক্তভোগী ইমরান শেখ ও লাভলী বেগম বাগেরহাট-৪ জাতীয় সংসদ সদস্য বরাবর লিখিত অভিযোগ দাখিল করলে তিনি এবিষয়ে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ প্রদান করেন।
এ ছাড়াও সুপার আ. সোবাহানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। সম্প্রতি মাদ্রাসা চত্তরে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশে তার বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে কর্মচারী নিয়োগদানসহ নানা অভিযোগ করা হয়।
এ বিষয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান জানান, অভিযোগ পেয়েছি উভয় পক্ষকে নোটিশ করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
নিয়োগ সংক্রান্ত অনিয়মের ব্যাপারে মাদ্রাসা সুপার মো. আব্দুস সোবাহানের কাছে জানতে চাইলে, তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন এবং নৈশপ্রহরী ও আয়া নিয়োগে কোন অনিয়ম করা হয়নি, এমনকি কারো কাছ থেকে ১ টাকাও গ্রহন করেননি বলে দাবি করেন।
Leave a Reply