স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগর টংগী পচ্চিম থানা এলাকায় ৫৫নং ওয়ার্ড নিশাত নগর কলাবাগান কবরস্থান থেকে প্রতিনিয়ত কে বা কাহারা চুরি করে নিয়ে যাচ্ছে লাশ, এলাকার মানুষের মাঝে দেখা দিয়েছে না না প্রশ্ন, টংগী ঐতিহ্যবাহী কলাবাগান কবরস্থান, এখানে টংগী দেওরা মুদাফা সাতাইশ চেরাগ আলী আউচ পাড়া সহ আশেপাশের না না এলাকার মানুষ মৃত্যু বরন করলে এই কবরস্থানে মাটি দেওয়া হয়, কিন্তুু হটাৎ কিছু দিন যাবত কবর থেকে লাশ উধাও হয়ে যাচ্ছে, এই নিয়ে এলাকার মানুষ না না রকম কথা বলাবলি করছে। কেউ বলছে চুরি করে নিয়ে যাচ্ছে, কেউ বলছে মনে হয় কোন রাক্ষস লাশ খেয়ে ফেলেছে, আসলে কোনটা সত্য, রাক্ষস লাশ খেয়ে ফেলে এটা কি বিশ্বাস করা যা, আবার চুরি করে লাশ দিয়ে কি করবে এটাও প্রশ্ন থেকে যায়, তাই এলাকার মানুষ মনে করে কবরস্থানে প্রবেশ পথ যদি খোলা না রেখে যদি গেট লাগানো যা তবে এমন ঘটনা বন্ধ হতে পারে। যেহেতু এটা একটি বিশাল কবরস্থান তাই এলাকার মানুষ মনে করেন গেট করা জরুরি
Leave a Reply