ফারুক আহমেদ সিরাজগঞ্জে:
মানুষ মানুষের জন্য এ কথা সর্বজনে জানে আল্লাহ তালা কাহকে রাখেন গাছ তলাতে আবার কাহকে রাখেন উপরের তলাতে। কাহকে রাখেন সুস্থতায় আবার কাহকে রাখেন অসুস্থ্যতায় এইতো তার খেলা। এরই মাঝে খুঁজে পাবে ঈমানের স্বাদ দূরলোভ নামে বস্তুতটা। আবার কেহ হারাবে ঈমান নামের দূরলোভ বস্তুটা। সরণ রেখ তোমার অন্যায় কাজের প্রতি কারো দীর্ঘশ্বাসই অভিশাপ এবং সৎতভাবে কারো মুখে হাঁসি ফোটানেই আশির্বাদ। কিয়ামতের দিন একটু নেকির আসায় অসুস্থ্য দূর্বল মানুষের দোয়া কবুল হয় এই আসায় গরীব – অসহায় দুস্ত নির্যাতিতা, নিপরণ ও মৃত্যু পথের যাত্রী মুমোর্ষ রোগী দেখার যাদের কাজ তারা হলেন সেই মহান হৃদয়ের মহা- মানবেরা হলেন, সিরাজগঞ্জ সলঙ্গা আমশড়া গ্রামের সাকাওয়াত হোসেন মাষ্টার, আব্দুল বারিক প্রভাষক, সলঙ্গা রিপোর্টাস ইউনিটির সহসভাপতি সাংবাদিক ফারুক আহমেদ, দৈনিক নয়াদিগান্তর সলঙ্গা থানা প্রতিনিধি মাসুম বিল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক এম, আর মুন্ট, বিশিষ্ট ব্যবসায়ী শিহাব উদ্দিনের এই ৬ জনের একটি টিম নিজ উদ্দ্যেগে কিছু হাদিয়া নিয়ে ঝাঁপিয়ে পরেন যেখানে শোনেন মৃত্যু পথের যাত্রী মুমোর্ষ রোগী আছে কোন এলাকায়, ঠিক সে এলাকায় রোগীর সেবাযত্নের মানব ভাব নিয়ে ঝাঁপিয়ে পরেন। ঠিক তেমনি খবর পেয়ে কিছু হাদিয়া হাতে নিয়ে ঝাঁপিয়ে পরেন গত রবিবার বিকালে সলঙ্গা আমশড়া গ্রামের ছয়জন মুমোর্ষ মৃত পথের যাত্রী রোগীদের পাশে বসে তাদেরকে সাহস ও শান্তনা দিতে দেখা গেয়েছে ।
Leave a Reply