মোঃ আরমান হাসান, রংপুর প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যথাযথ মর্যাদায় পতাকা উত্তোলন না করায় রংপুরের ছয় প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নগরীর লাজফার্মা, পপুলার-১, আপডেট ক্লিনিক, সেন্ট্রাল হাসপাতাল, ল্যাবএইড ক্লিনিক ও সেবা প্যাথোলজিক্যাল সেন্টারকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, পতাকা পরিদর্শনদল কর্তৃক রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে যথাযথভাবে পতাকা উত্তোলন কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এসময় সঠিকভাবে পতাকা উত্তোলন না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
Leave a Reply