গাইবান্ধা জেলার ফুলছড়িতে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য লাল মিয়া হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবীতে আজ সোমবার (২২ ফেব্রয়ারি) গাইবান্ধা শহরের ডিবি রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম পারভেজ সেলিম, ওয়াকার্স পাটির কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম গোলাপ, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনসহ অন্যান্যরা।
এর আগে গত ৯ ফেব্রুয়ারী প্রকাশ্যে দিনের বেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি মেম্বার লাল মিয়াকে কাবিলপুর বাজারে কুপিয়ে হত্যা করা হয়। এঘটনায় ফুলছড়ি থানায় মামলা দায়ের হলেও পুলিশ আসামীদের গ্রেফতার না করায় বিক্ষুদ্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। জেলার তিস্তা যমুনার চরাঞ্চল থেকে আসা দুই শতাধিক নারী পুরুষ হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে এ মানববন্ধনে অংশ নেয়।
Leave a Reply