কুষ্টিয়া প্রতিনিধিঃ গত ০৪/০১/২০২২খ্রিঃ তারিখ কুষ্টিয়া মডেল থানাধীন বাংলাদেশের বৃহত্তম চাউলের মোকাম খাজানগর, মেসার্স নূর অটো রাইচ মিল এর মালিক মোঃ আমিরুল ইসলাম(৬৪), পিতা-মৃত আজের আলী ব্যাপারী, সাং-খাজানগর, থানা ও জেলা-কুষ্টিয়া তার বর্ণিত প্রতিষ্ঠান থেকে একটি কাভার্ড ভ্যান যোগে ২৫ কেজি ওজনের ৪২০ বস্তা ও ৫০ কেজি ওজনের ৫০ বস্তা সর্বমোট-৪৭০ বস্তা (১৩,০০০ কেজি) বাসমতি চাউল মেসার্স মিতু রাইচ এজেন্সী, প্রাঃ আলহাজ্ব মোক্তার হোসেন সরকার, হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট, মুক্তি স্মরনী চ্ট্টগ্রাম রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ এর উদ্দেশ্যে গত ০৪/০১/২০২২খ্রিঃ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময় প্রেরণ করেন। উক্ত চাউল কাভার্ড ভ্যান এর চালক বর্ণিত এজেন্সীতে জমা না দিয়ে অজ্ঞাতনামা আসামীদের সহযোগীতায় সমূদয় চাউল আত্মসাৎ করে। উক্ত ঘটনায় কুষ্টিয়া মডেল থানার মামলা নং-২০, তারিখ-১৯/০১/২০২২খ্রিঃ, ধারা-৪০৭/৪২০ পেনাল কোড রুজু হয়। উক্ত মামলাটির তদন্তভার এসআই(নিঃ) মোঃ সাহেব আলী, কুষ্টিয়া মডেল থানাকে দায়িত্বভার দেওয়া হয়। পরবর্তীতে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের সার্বিক নির্দেশনায় নবগঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সহযোগিতায় তদন্তকারী অফিসারের নেতৃত্বে একটি চৌকশ দল দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে আত্মসাৎকৃত বর্ণিত ৪৭০ বস্তা বাসমতি চাউল উদ্ধারসহ উক্ত ঘটনায় জড়িত আসামী ১) মোঃ মনিরুল ইসলাম(৪০), পিতা-নূর মোহাম্মদ, সাং-চর ছলিমাবাদ, থানা-চৌহালী, জেলা-সিরাজগঞ্জ, ২) মোঃ আলমগী(৩২), পিতা-হবিবর, সাং-গৌরীশ্বর, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইলদ্বয়কে গ্রেফতার করে।
বিষয়টি প্রেস ব্রিফিং এর মাধ্যমে আজ মঙ্গলবার সকালে ১লা ফেব্রুয়ারি ২০২২ কুষ্টিয়ার মানবিক পুলিশ সুপার মোঃ খাইরুল আলম নিশ্চিত করেন।
Leave a Reply