নেত্রকোনা: নেত্রকোণা জেলা সদরের রাজুরবাজার এলাকায় সদ্য নির্মিত বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আঞ্চলিক কার্যালয়ের ভবনে ফাটল দেখা দেওয়ায় সচেতন মহলের মাঝে ক্ষোভের শৃষ্টি হয়েছে ।
সরেজমিন গিয়ে দেখা যায় মাস ছয়েক আগে হস্তান্তরিত নতুন ভবনটির বিভিন্ন অংশে বড় বড় ফাটল দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, তারা তাদের উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না।
ভবনটিতে ফাটল দেখা দেওয়ার বিষয়টি জানাজানি হলে নেত্রকোণা সদরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী এস এম লুতফর রহমান বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেন। গণমাধ্যমকর্মীদের কাছে ভবনের নির্মান ব্যায় কত? নির্মাণ টিকাদার কোন প্রতিষ্টান তার কোন তথ্য দিতে তিনি রাজি নন। ভবনে ফাটলের কারন জানতে চাইলে প্রথমে তিনি বলেন, এগুলো কিছু না সামান্য রং উঠে গেছে।
রং উঠে যাওয়া আর ফাটল দেখা দেওয়া কি এক জিনিস জানতে চাইলে তিনি বলেন, আমি এটার দায়িত্বে না। আপনি দায়িত্বে না থাকলে নেত্রকোণা জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ বাচ্চু মিয়া কেনো আপনাকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠালেন? গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
এসব বিষয়ে নেত্রকোণা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ বাচ্চু মিয়া বলেন,আমি নতুন এসেছি তাই সবকিছু বুঝে উঠতে একটু সময় নিচ্ছিতিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, নেত্রকোণা জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ বাচ্চু মিয়া ও সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার এস এম লুতফর রহমান পরস্পর বন্ধুত্বের কারনে তার নির্দেশনা তেমন একটা মানেননা বলে ঠিকাদার মহলে গুঞ্জন রয়েছে।
তবে ব্যক্তিগত জীবনে লুতফর রহমানকে চিনেননা বলে জানান জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ বাচ্চু মিয়া।
গজনবী বিপ্লব
নেত্রকোণা প্রতিনিধি
২৮-০২-২২
Leave a Reply