মোঃ কামরুল হাসান রনি : মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, এরই ধারাবাহিকতায় গতকাল ২৯ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায়
রাজধানীর শেরে বাংলা নগরে মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর শেরে বাংলা নগর থানা কমিটি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রায় দুই’শত গরীব দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম বাচ্চু, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড শেরে বাংলা নগর থানা কমিটির সভাপতি মোঃ কাজী শাকিল, সম্পাদনায় ছিলেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড শেরে বাংলা নগর থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবদুস সাত্তার (বাহার)।
ঈদ উপহার সামগ্রী হিসেবে সবাইকে চাল, ডাল, তেল, চিনি, লবন, দুধ, সেমাই ইত্যাদি বিতরণ করা হয়, এসময় মুক্তিযোদ্ধা যুব কমান্ড শেরে বাংলা নগর থানা কমিটির সভাপতি মোঃ কাজী শাকিল সবাইকে নগদ অর্থ সহযোগিতা করেন।
এবিষয়ে মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর সভাপতি মোঃ কাজী শাকিল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমি নিজেকে গড়তে তার আদর্শ আমার বুকে ধারণ করে রেখেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বদাই গরীব দুস্থ ও অসহায়দের পাশে ছিলেন, আমি তারই আদর্শের সৈনিক কিভাবে অসহায়ের পাশে না দাঁড়াই? সমাজের অবহেলিত অসহায় গরীবদের সহযোগিতায় আমাদের সকলেরই এগিয়ে আশা উচিত, বৃত্তবানরা এগিয়ে আসলেই আমরা সুন্দর একটা সমাজ আপনাদের উপহার দিতে পারবো।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড শেরে বাংলা নগর থানা কমিটির অন্যান্য নেতা কর্মীরা।
Leave a Reply