সৈয়দ জাহিদুজ্জামান :আকিজ গ্রুপের পক্ষ থেকে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাহানারা আমজাদ মহিলা মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বডিং এ আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
গত ৫ মে বৃহস্পতিবার বিকেলে দেয়াড়া গ্রামের বিশিষ্ঠ সমাজসেবক ও দিঘলিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী সদস্য বিশ্বাস রীনা পারভীন এবং তার পুত্র রিপন বিশ্বাসের সহযোগিতায় জাহানারা আমজাদ মহিলা মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বডিং ছাত্রীদের উন্নত মানের খাবার, পোশাক, কোরআন শরীফ ও অন্যান্য কিতাব কেনা বাবদ নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। তাঁরা জাহানারা আমজাদ মহিলা মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বডিং এর সভাপতি মোসাম্মৎ জামিলা বেগম ও শিক্ষকদ্বয়ের কাছে মাদ্রাসার এ অনুদানের অর্থ হস্তান্তর করেন।
এক সূত্র থেকে জানা যায়, দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নে বহুদিন ধরেই সুনামের সাথে ছাত্রীদের মেধা বিকাশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে । মাদ্রাসাটির শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যেই আকিজ গ্রুপ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
আকিজ গ্রুপের পক্ষ থেকে এ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্বাস রিনা পারভিন ও মাদ্রাসার সভাপতি মোসাম্মৎ জামিলা বেগম ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ইব্রাহিম।
Leave a Reply