কাউছার আলম : লক্ষ্মীপুরে একটি যাত্রীবাহী বাস ও যমুনা তেলের ভাউচার (ট্রাক) মুখোমুখি সংঘর্ষ বাঁধে এতে ট্রাক চালক মো. গিয়াস উদ্দিন গুরুতর আহত হয়। আহত ট্রাক চালকে জেলা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সোমবার (৯ মে) সকালে লক্ষ্মীপুর রামগতি আঞ্চলিক সড়কের আবিরনগর (নূড়ি গাছ তলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ট্রাক চালক গিয়াস উদ্দিন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর উভূতী গ্রামের আব্দুল মালেকের ছেলে।
আহত ট্রাক চালকের বড়-ভাই মো. বাচ্চু বলেন, তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। অবস্থা ভালো নয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার-চট্টগ্রাম থেকে ধেয়ে আসা যাত্রীবাহী বাস (হিমাচল) পরিবহন নূড়ি গাছ তলা এলাকায় পৌঁছলে তার বিপরীত দিক কমলনগর উপজেলা থেকে ধেয়ে আসা (যমুনা তেলের) ট্রাক এসে পৌঁছলে দুইটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসটি ঢুকে পড়ে আমির হোসেনের চা-দোকানে। গুরুতর আহত হয় ট্রাক চালক গিয়াস উদ্দিন। ঘটনার পর পালিয়ে যায় বাস-চালক ও সুপারভাইজার।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক চালকের অবস্থা আশঙ্কা থাকায়। সদর হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়। বাস চালক পলাতক রয়েছে।
Leave a Reply