বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও দোয়া করেন সংসদ সদস্য শেখ তন্ময়। সকাল ১১ টায় ফতেপুর ব্রীজ থেকে কচুয়া উপজেলার নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে এমপি শেখ তন্ময়কে বরন করে নেন। এর পর একে একে জনস্বাস্হ্য প্রকৌশল দপ্তরের আয়োজনে তাদের বাস্তবায়নকৃত রাড়ীপাড়া ও বাধাল ইউনিয়নে বিশুদ্ধ পানির প্লান্ট,উপজেলা প্রকৌশল দপ্তরের আয়োজনে তাদের বাস্তবায়নকৃত উপজেলা পরিষদের সামনে বিজয় চত্বর,তালেশ্বর বাজার মাল্টি পারপাস ভবন,রাড়ীপাড়া ইউনিয়নের ভূমি অফিসের নতুন ভবন,মঘিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন,কচুয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন,ইজারা পদ্মনগর ব্রীজ এবং প্রকল্প বাস্তবায়ন অফিসারের আয়োজনে বাস্তবায়নকৃত সাংদিয়া ত্রাণের ব্রীজ,ফারুক শেখের বাড়ী সংলগ্ন ত্রানের ব্রীজ এবং টেংরাখালী হালিম শেখের বাড়ীর সামনের ত্রানের ব্রীজের শুভ উদ্ভোধন ও দোয়া করেন। এসময়ে তাঁর সঙ্গে কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সারোয়ার,উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল,ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম সহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্হিত ছিলেন।
Leave a Reply