সৈয়দ রুবেল, ঝালকাঠি জেল প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে অগ্নিকান্ডে একটি বসতঘর সহ দোকানঘর পুড়ে ছাই।
০১/০৩/২০২০ইং তারিখ রবিবার দিবাগত রাত ৪ টায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা বাজারে এ দূর্ঘটনা ঘটে।
এতে নগদ প্রায় ৮ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবী। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানায়, রাত ৪ টার দিকে হঠাৎ বাজারের শাহজাহান খলিফার চায়ের দোকানে আগুন দেখতে পায়। স্থানীয়রা সবাই ছুটে আসার আগেই মুহুর্তের মধ্যে পাশের সৈয়দ আলী ফকিরের মুদি দোকান, মোঃ মতলেব তালুকদারের জাল ও বীজ এর দোকান, সঞ্জিব শীলের সেলুন সহ বসতঘরে আগুন ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
আগুনের সূত্রপাত জানতে চাইলে শাহজাহান খলিফার চায়ের দোকান থেকে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিক ধারনা করছেন।
উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা কর্মকর্তা মোঃ জালিল হাওলাদার জানায়, সাউথপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় সড়কে নিয়মতান্তিক বিকল্প রাস্তা তৈরি না করে কালভার্ট নির্মানের কাজ চলছে। যার ফলে খবর পেয়েও নির্দিষ্ট সময় ঘটনা স্থলে পৌছতে পারিনি।
Leave a Reply