শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কেন্দুয়ায় যুবককে বেধড়ক পিটিয়েছে দুইবন্ধু হাফেজ কেন্দুয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু পুলিশকে জনবান্ধব ফোর্সে রূপান্তরের নির্দেশ -স্বরাষ্ট্র উপদেষ্টা নৌবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী চাঁন মিয়া (চান্দু মাঝি) আটক নেত্রকোণায় অটোরিকশায় লেগুনার ধাক্কা, আহত ১৫ পূর্বধলায় সূর্যোদয় স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল আজাদ এর মতবিনিময় সভা নওগাঁয় দলিল জালিয়াতি চক্রের দুই সদস্যের কারণে জমি সংক্রান্ত বিষয়ে সংঘর্ষ বেড়েই চলছে রেলস্টেশনের উচ্ছেদ অভিযানের পরে টাকা দিয়ে দোকান বসানো কর্মকর্তাদের লাগাম ধরবে কে?
অভয়নগরে শতাধিক শিক্ষার্থী কলেজে ভর্তি থেকে বাদ পড়েছেন!

অভয়নগরে শতাধিক শিক্ষার্থী কলেজে ভর্তি থেকে বাদ পড়েছেন!

যশোরের অভয়নগর উপজেলায় এইচএসসি ভর্তিতে অনলাইনে নিশ্চয়ন না করায় ভর্তি হতে পারছেন না শতাধিক শিক্ষার্থী। ভুক্তভোগী এসব শিক্ষার্থীরা এইচএসসি প্রথমবর্ষে কলেজে ভর্তি হতে না পারায় অভিভাবকদের নিয়ে বিভিন্ন জায়গায় দেনদরবার করে চলেছেন। অনেক অভিভাবক তার সন্তানকে ভর্তি করার জন্য ছুটছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।
খোঁজ নিয়ে জানাগেছে, এইচএসসি’তে ভর্তির জন্য কলেজ নির্বাচন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হয়েছে শিক্ষার্থীদের। ভর্তির ফলাফলে দেখা গেছে, শিক্ষার্থীরা তাদের দেয়া মনোনীত কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। কলেজে ভর্তির সুযোগ পাবার পর বোর্ডের নির্ধারিত ফিস ২শত টাকা জমাদানপূর্বক নিশ্চয়ন করার বিধান থাকলেও অনেক শিক্ষার্থী তা করেন নাই। যার ফলে মনোনীত কলেজে ভর্তির সুযোগ মিললেও নিশ্চয়ন না করায় ভর্তি হতে পারছেন না অনেকেই। ভর্তি হতে না পারায় বিভিন্ন কলেজে ঘুরে বেড়াচ্ছেন তারা।
সংশিষ্টসূত্রে জানাগেছে, এ উপজেলায় রয়েছে ১৩টি কলেজ। প্রায় প্রতিটি কলেজে ৮-১০জন করে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা নিশ্চয়ন না করার ফলে উপজেলার শতাধিক শিক্ষার্থীরা কলেজে ভর্তি থেকে বাদ পড়েছেন। উপজেলার নওয়াপাড়া সরকারি কলেজে ভর্তি হতে সুযোগ পাওয়া শিক্ষার্থী, পায়গ্রামকসবা উত্তরডিহী গ্রামের বাসিন্দা তানজিমা সুলতানা জানান, আমি অনলাইনে আবেদন করার পর নওয়াপাড়া সরকারি কলেজে ভর্তির সুযোগ পেয়েছি কিন্তু নির্ধারিত সময়ে নিশ্চয়ন না করায় এখন আমি আর কলেজে ভর্তি হতে পারছি না। নিশ্চয়ন করা হয় নি কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, বিষয়টি আমি বা আমার পরিবারের কেহই জানিনা নিশ্চয়নের কথা। তাছাড়া যে কম্পিউটার সেন্টার থেকে অনলাইনে ভর্তির আবেদন করেছি, সেই সেন্টার থেকেও এ বিষয়ে কিছুই জানানো হয়নি। নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মো. মহিদুল ইসলাম খাঁন জানান, তার জানামতে, ভর্তিতে সুযোগ পাওয়া তিনজন শিক্ষার্থী নিশ্চয়ন না করায় তার কলেজে ভর্তি হতে পারেনি ওই তিন শিক্ষার্থী। তাছাড়া তিনি আরও জানান, এবছরের ভর্তিতে তার কলেজে সুযোগ পেয়েও ১৭জন শিক্ষার্থী এখনও পর্যন্ত কলেজে ভর্তি হননি। এসব শিক্ষার্থীরা কলেজে ভর্তি না হওয়ায় তাদের জীবন থেকে একটি বছর হারিয়ে যেতে বসেছে। ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, ভর্তিতে সুযোগ পাওয়া ১৭জন শিক্ষার্থী তার কলেজে ভর্তি না হলে তারা দেশের অন্য কোন কলেজেও ভর্তি হতে পারবে না বলেও তিনি দাবি করেন। নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান বলেন, তার জানামতে, নিশ্চয়ন না করায় তার কলেজে ভর্তি হতে পারেননি এমন শিক্ষার্থী রয়েছে ১০জন। তাদের ভর্তির বিষয়ে শিক্ষাবোর্ড নিশ্চয়নের তারিখ বর্ধিত করে বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে কিছুই করার নেই কলেজ কর্তৃপক্ষের। বিষয়টি সম্পর্কে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক কে,এম রব্বানী জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। আশা করছি, অতি দ্রুত এইচএসসি ভর্তিতে বাদ পড়া শিক্ষার্থীদের নিয়ে ইতিবাচক একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২৪ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত