শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কেন্দুয়ায় যুবককে বেধড়ক পিটিয়েছে দুইবন্ধু হাফেজ কেন্দুয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু পুলিশকে জনবান্ধব ফোর্সে রূপান্তরের নির্দেশ -স্বরাষ্ট্র উপদেষ্টা নৌবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী চাঁন মিয়া (চান্দু মাঝি) আটক নেত্রকোণায় অটোরিকশায় লেগুনার ধাক্কা, আহত ১৫ পূর্বধলায় সূর্যোদয় স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল আজাদ এর মতবিনিময় সভা নওগাঁয় দলিল জালিয়াতি চক্রের দুই সদস্যের কারণে জমি সংক্রান্ত বিষয়ে সংঘর্ষ বেড়েই চলছে রেলস্টেশনের উচ্ছেদ অভিযানের পরে টাকা দিয়ে দোকান বসানো কর্মকর্তাদের লাগাম ধরবে কে?
কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত নয় সরকার!

কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত নয় সরকার!

মাহবুব আলম প্রিয়, রূপগঞ্জ : দেশে করোনাভাইরাস মহামারি কারণে ২০২০ সালের মার্চ থেকে নিয়মিত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি অনুষ্ঠিত হয়নি পাবলিক পরীক্ষাগুলো। অনলাইনে বা টেলিভিশনে বিকল্প শিক্ষাদানের চেষ্টা হলেও তাতে সাফল্য এসেছে কমই। আর এসব কারণে শিক্ষা ক্ষেত্রে যে ঘাটতি তৈরি হয়েছে তা অপুরনীয় বলেছেন বিশেষজ্ঞরা। এদিকে স্কুল কলেজ কবে খুলবে এমন তারিখ নির্ধারন করতে না পারলেও আগামী ৪ ফেব্রুয়ারীর মধ্যে বিদ্যালয়গুলোতে স্বাস্থ্য বিধি মানার পরিবেশ নিশ্চিত করতে চিঠি দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আর এ চিঠি পেয়ে সারাদেশের মতো রূপগঞ্জ উপজেলার ১১৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৬৩ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নিয়েছেন স্বাস্থ্যবিধি মানার প্রস্তুতি। শুরু করেছেন পরিচ্ছন্নতাসহ শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের দূরত্ব বজায় রেখে বসার পরিবেশ।
সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার স্কুল , কলেজ ও মাদরাসা পর্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে পরিচ্ছন্ন কার্যক্রম। এ অঞ্চলের ১১৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৬৩টি শিক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান এমনকি বেসরকারী কিন্ডার গার্টেনগুলো দীর্ঘদিন বন্ধ থাকার পর বিদ্যালয়ের কর্মচারী ও শিক্ষকরা পরিচ্ছন্নতার কাজে হাত দিয়েছেন। বিদ্যালয়ের শ্রেণি কক্ষ ও আশপাশের পরিচ্ছন্নতায় নিয়েছেন নানা ধরনের জীবানুনাশক প্রয়োগের ব্যবস্থা। দুরত্ব রাখতে বসার আসনগুলোতে সাজানো হচ্ছে নিরাপদ দুরত্বে। আর আশায় আছে ৪ ফেব্রুয়ারীর পর যে কোন দিন খুলে দেশের শিক্ষা প্রতিষ্ঠান।
রূপগঞ্জ সদর ইউনিয়নের পূর্বাচল ৪নং সেক্টর এলাকার জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গত ২২ জানুয়ারীতে পাঠানো মহা পরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত একটি চিঠি পেয়ে আমরা পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করি। চিঠিতে বলা হয়েছে, ৪ ফ্রেব্রুয়ারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ প্রস্তত রাখতে। এরপর যে কোন দিন খুলে যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠান।
সরেজমিন ঘুরে আরো দেখা যায়, উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজ, মুড়াপাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়, আব্দুল হক ভুইয়া ইন্টারন্যাশস্কুল এন্ড কলেজ,কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়, সলিমউদ্দিন চৌধূরী বিশ্ববিদ্যালয় কলেজসহ প্রায় সবকটি বিদ্যালয়ে চলছে পরিচ্ছন্ন কার্যক্রম। এসব শিক্ষা প্রতিষ্ঠানে জীবানুনাশক প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্যবিধির পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।
এদিকে প্রাথমিক বিদ্যালয়গুলোকেও একইভাবে প্রস্তুুতির জন্য চিঠি দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নারায়ণগঞ্জ জেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, বিদ্যালয়ের অভিভাবকমহলে একদিকে করোনা আতঙ্ক অন্যদিকে বিদ্যালয় না খোলায় বাড়ছে ক্ষোভ। তাছাড়া প্রায় ১০ মাস স্কুলে যেতে না পেরে শিক্ষার্থীরাও ইন্টারনেট নির্ভর কিংবা পাঠদান থেকে দুরে চলে গেছে। তাই আমরা নারায়ণগঞ্জের সবকটি প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত রাখতে বলেছি। তারা ইতোমধ্যে পরিচ্ছন্ন কাজ শুরু করেছেন। বেশির ভাগ প্রতিষ্ঠান এসব কাজ শেষ করেছেন।
তবে কবে খুলবে স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়? এমন এ প্রশ্নের উত্তর এখনো কারও জানা নেই। সম্প্রতি ঢাকায় এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি বলেছেন সীমিত আকারে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা করেছেন। কিন্তু সেটি কবে নাগাদ হবে, তা নির্ভর করবে করোনা পরিস্থিতি ভালো হওয়ার পর।
স্থানীয় অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা হলে তারা জানান, বাংলাদেশে করোনার কারণে এখন আর কোনো কিছুর কার্যক্রমই বন্ধ নেই। রাস্তাঘাট, হাট বাজার, যানবাহনে উপচেপড়া ভিড় দেখা যায়। আবার কিছু মাদ্রাসাগুলোও চলছে। অথচ বন্ধ আছে শুধু সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এরআগে এ দীর্ঘ ছুটির সময়ে বিকল্প পদ্ধতিতে শিক্ষাদানের যে উদ্যোগ নেয়া হয়েছিলো তাতেও শতভাগ সফলতা আসেনি। তাই যে কোন উপায়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া জরুরী।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন আহমেদ বলেন, ২০২১ এর শুরুতে দফায় দফায় সকল শিক্ষার্থীদের হাতে সরকারী নতুন বই পৌঁছে দেয়া হয়েছে। ৪ ফেব্রুয়ারীর মধ্যে বিদ্যালয়গুলো পরিচ্ছন্ন করে প্রস্তুত রাখতে নির্দেশনা দেয়া হয়েছে জানি। তবে কবে খুলবে এ বিষয়ে কোন নির্দেশনা পাইনি।
সূত্র জানায়, সম্প্রতি সরকারী বই বিতরণ কর্মসূচী উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, যদি অবস্থা ভালো হয়, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে; যদি না হয়, আমরা খুলব না। কিন্তু আমি মনে করি, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। তবে মহামারীর মধ্যে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে, তা মোকাবেলা করার ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান শেখ হাসিনা।
আবার সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন , আগামী এপ্রিল মাসের আগে স্কুল-কলেজ খোলার কোনো পরিকল্পনা আপাতত নেই। সবদিক বিবেচনায় মে এপ্রিলের আগে খুলছে না স্কুল কলেজ। তবে, ছুটি বাড়ানো নিয়ে এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেশে শীত থাকবে। তাই এই শীতের সময়টাতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের কোনো ধরনের ঝুঁকিতে ফেলতে চায় না সরকার। তাই ফেব্রুয়ারির পরেও আরো এক মাস অর্থাৎ মার্চ মাস পর্যন্ত সময়টা পর্যবেক্ষণ করে এপ্রিলে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান। আর এই সময়ে শিক্ষার্থীদের পড়ালেখা অব্যাহত রাখতে আবারো নতুন করে অ্যাসাইনমেন্ট দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। ইতোমধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শিক্ষার্থীদের জন্য অ্যাসাইমেন্ট প্রণয়নের প্রক্রিয়াও শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২৪ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত