‘অন‌্যায়-অসত্যের কাছে মাথা নত না করাই কারবালার শিক্ষা’

‘অন‌্যায়-অসত্যের কাছে মাথা নত না করাই কারবালার শিক্ষা’

‘ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। ইসলামের সুমহান আদর্শে হানাহানি, হিংসা, বিদ্বেষ বা বিভেদের স্থান নেই। ইসলাম কখনো অন্যায়-অসত্যের কাছে মাথা নত করে না, এটাই কারবালার শিক্ষা।’ পবিত্র আশুরা উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

তিনি ঐতিহাসিক কারবালার মাঠে মহানবী হজরত মুহম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এর শাহাদাতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নিজ অবস্থান থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। জিএম কাদের বলেন, ‘১০ মহররম পবিত্র আশুরা। হিজরি ৬১ সালের এই দিনে ঐতিহাসিক কারবালার মাঠে হজরত ইমাম হোসাইন (রা.) পরিবারের সদস্য এবং ঘনিষ্ট সহচরসহ ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। অত্যন্ত শোকাতুর এই দিনে হজরত ইমাম হোসাইন (রা.) এবং কারবালার প্রান্তরে শাহাদাত বরণকারী প্রত্যেকের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।’

তিনি বলেন, ‘পবিত্র আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা যোগায়। ত্যাগ ও শোকের প্রতীক পবিত্র আশুরা আমাদের উদ্বুদ্ধ করে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করতে। ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে কারবালার ত্যাগ সমুজ্জ্বল হয়ে আছে।’ অসত্য, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে সুন্দর বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাপার চেয়াম্যোন জিএম কাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত