অল্পের জন্য বেচে গেলো দুই শিশু সহ ৫ টি তরতাজা জীবন; নওগাঁয় গভীর রাতে রহস্যজনক অগ্নিকান্ডে নগদ টাকা সহ ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

অল্পের জন্য বেচে গেলো দুই শিশু সহ ৫ টি তরতাজা জীবন; নওগাঁয় গভীর রাতে রহস্যজনক অগ্নিকান্ডে নগদ টাকা সহ ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

হাবিবঃ নওগাঁয় গভীররাতে রহস্যজনক অগ্নিকান্ডে মাটির দ্বীতলা একটি বাড়ি পুড়ে নগদ টাকা সহ আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ অগ্নিকান্ডে অল্পের জন্য প্রানে বাঁচলেন দুই শিশু সহ ৫ টি তরতাজা জীবন। রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পূর্বেরাত সারে ১২ টারদিকে নওগাঁ জেলা সদর উপজেলার কুয়ানগর কশবা গ্রামে। ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নওগাঁ সদর মডেল থানার ওসি মোঃ সোরওয়ার্দী। স্থানিয়রা জানান, নওগাঁ সদর উপজেলার কুয়ানগর কশবা গ্রামের মৃত মহিম উদ্দীন সরদারের ছেলে আবুল হোসেন সরদার এর বাড়িতে বৃহস্পতিবার পূর্বেরাত সারে ১২ টারদিকে দ্বিতীয় তলার জানালায় দাউ দাই করে আগুন জ্বলতে দেখতে পান একই গ্রামের মৃত মনছুর এর ছেলে হাকিম (৩২) ও তার বন্ধু বাবু। আগুন জ্বলতে দেখে তারা ডাক- চিৎকার শুরু করলে সাথে সাথে আশে-পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং ডাক-চিৎকার দিলে বাড়ির ভেতরে ঘড়ে ঘুমিয়ে থাকা শিশু সহ লোকজনরা বাড়ির ভেতর থেকে বেড়িয়ে আসেন। এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাতেই ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু আগুন নিয়ন্ত্রনে আনার আগেই ঐ বাড়িতে থাকা ধান, চাল ও কাপড় সহ একটি ট্যাংকে রক্ষীত নগদ টাকা ও জমির দলিল-পত্র সব পুড়ে ছাইহয়ে যায়। এব্যাপারে ঐ বাড়ির মালিক আবুল হোসেন সরদার (৭০) জানান, আমার দু ছেলে। বড় ছেলে রাজশাহীর দূর্গাপুর থানায় এস আই পদে কর্মরত ও ছোট ছেলে ঢাকা শহরে কর্মরত। বাড়িতে প্রতিদিনের ন্যায় বুধবার দিনগত রাতে ও খাবার খেয়ে আমি ও আমার স্ত্রী খালেদা বেগম (৬২), ভাই কফিল উদ্দীন সরদার (৬৫), নাতী মোঃ ডলার হোসেন (১০) ও নাতনী মিথিলা (১২), মোট ৫ জন ঘুমিয়ে পড়ি। গভীররাতে লোকজনের ডাক-চিৎকার শুনেই ঘুমথেকে জেঁগেই আগুনের লেলিহান দেখতে পেয়ে সাথে সাথে আমরা কোন রকমে ঘড় বাড়ি থেকে বের হতে পারলেও আমরা কোন জিনিস-পত্র বের করতে পারিনি জানিয়ে তিনি এসময় অভিযোগ করে বলেন, প্রথমে আগুন যারা দেখেছেন তাদের ভাষ্যমতেই আমার বাড়ির ২ য় তলায় একটি জ্বানালায়। কিন্তু ঐ ঘড়ে আমরা কেউ থাকিনা বা বিদ্যুৎ সংযোগ ও দেয়া নেই জানিয়ে তিনি বলেন, আসলেই গ্রামের লোকজন দেখতে না পেলে আমরা বাড়িতে থাকা দু শিশু সহ ৫ জনই পুড়েমারা যেতাম এবং আমাদের প্রানে মারার জন্যই গভীররাতে বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। বাড়ি পোড়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসা আবুল হোসেন সরদার এর বড় ছেলে পুলিশের এস আই মোঃ আব্দুল খালেক তার পিতার অভিযোগের সুত্র ধরেই বলেন, আসলে বলার কিছুই নেই আমাদের পারিবারিক (চাচা ও চাচাত ভাই) দের সাথে দীর্ঘদিন ধরে জায়গাঁ-জমি নিয়ে বিরোধ চলে আসছিলো আর মূলত আমরা দু ভাই চাকুরীর সুবাদে বাইরে থাকার সুযোগকে কাজে লাগিয়ে জায়গাঁ-জমির বিরোধকে কেন্দ্র করেই ষড়যন্ত্র মূলক আগুন লাগিয়ে বাড়ি সহ আমাদের পরিবারের লোকজনকে পুড়ে মারার চেষ্টা করা হয়েছে বলেই আমিও মনে করছি। অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ওসি মোঃ সোরওয়ার্দী বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমি নিজেই বৃহস্পতিবার বিকালে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে । এক প্রশ্নে তিনি আরো বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ির লোকজন দাবী করেছেন যে, জায়গাঁ-জমি নিয়ে বিরোধের জেরধরে আগুন ধরিয়ে দেয়া হয়েছে, এজন্য প্রাথমিকভাবে আমরাও সেই সুত্রধরেই বিষয়টি ক্ষতিয়ে দেখছি। সংবাদ লেখার সময় পর্যন্ত এঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি বলেও জানিয়েছেন ওসি। অপরদিকে মামলা দায়ের করার পস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য পরিবার এর লোকজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত