আইন শৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্ব পালনে সফলতাই আমার তৃপ্তি -উপ-পরিদর্শক সোহেল মোল্লা

আইন শৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্ব পালনে সফলতাই আমার তৃপ্তি -উপ-পরিদর্শক সোহেল মোল্লা

রিপন মিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : আইনশৃঙ্খলা রক্ষায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনা ও দায়বদ্ধতা থেকে অর্পিত দায়িত্ব পালনে সফলতা পেলেই পরম তৃপ্তি হয়। সাধারন মানুষের জন্য কাজ করার মাঝে আনন্দ পাই। দায়িত্বরত এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় থাকলে আমরা পুলিশের সদস্যরা হই সফল। কথাগুলো বললেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের সদস্য পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ উপ পরিদর্শক(এসআই)সোহেল মোল্লা। তিনি আরো জানান, ২০১৪ পুলিশের এসআই পদে সরাসরি যোগদানের পর থেকে প্রথমে ফরিদপুর সদরে সাড়ে ৩ বছর কাজ করি। সেখানে বিভিন্ন মামলায় সফলতা পেলে শ্রেষ্ট তদন্ত কর্মকর্তা নির্বাচিত হই। এরপর মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় দেড় বছর একইভাবে পুরস্কৃত হই। সেই স্বীকৃতিগুলোই আমার অনুপ্রেরণা। বর্তমানে রূপগঞ্জ থানায় যোগদানের পর এখানকার জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী ও রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান মহোদয়দের নির্দেশনায় এ পর্যন্ত মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার, ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতারে সফল হই। করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সাধারনের নিরাপত্তায় মাঠে ছিলাম। পূর্বাচল নতুন শহর এলাকা একটি নির্মাণাধীন ও নির্জন এলাকা। তবে ভিআইপিও সাধারন দর্শনার্থীদের আনাগোনা বেশি। ফলে এখানে অপরাধপ্রবণতাও বেশি। এসব মোকাবেলায় থানা পুলিশের বিশেষ নজরদারী রয়েছে। সেই দায়িত্ব আমাকে দেয়ার পর কর্তব্যপালনকরার নির্ধারিত সময় ছাড়াও দায়িত্ববোধ থেকে বিশেষ টহল বজায় রেখেছি। আগের তুলনায় এ অঞ্চলটি এখন নিরাপদ। এভাবে নিরাপদ রাখতে পারলেই মনের তৃপ্তি পাই। এসব বিষয়ে কথা হলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, রূপগঞ্জ থানার প্রতিটি পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর ভুমিকা রাখেন। তারা অত্যন্ত চৌকস ও নিরলসভাবে কাজ করে থাকেন। তাদের মধ্যে সোহেল মোল্লা অন্যতম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত