আইপিএল শুরুর তারিখ নির্ধারণ করল বিসিসিআই

আইপিএল শুরুর তারিখ নির্ধারণ করল বিসিসিআই

চূড়ান্ত হয়নি কোনও কিছুই। তার পরও সম্ভাব্য হিসেবে পরবর্তী আইপিএল শুরুর তারিখ নির্ধারণ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আগামী আসরটি শুরু হতে পারে ২ এপ্রিল। বিসিসিআই সূচি চূড়ান্ত না করলেও এই তারিখ ধরেই পরিকল্পনা সাজাচ্ছে। সংশ্লিষ্টদের এই তারিখ নির্ধারণের বিষয়টি জানিয়েও দেওয়া হয়েছে। উদ্বোধনী ম্যাচটি হতে পারে চেন্নাইয়ে। যেহেতু আগামী আসরটি ১০ দলের টুর্নামেন্ট। তাই ম্যাচের সংখ্যাও বেড়ে যাচ্ছে। মোট ম্যাচ হবে ৭৪টি। দল বেড়ে যাওয়ায় টুর্নামেন্টের স্থায়ীত্বও হতে যাচ্ছে দুই মাস। ফাইনাল হতে পারে জুনের প্রথম সপ্তাহে- ৪ অথবা ৫ তারিখ। আগে ৮ দলের টুর্নামেন্টে ম্যাচ ছিল ৬০টি। চেন্নাই যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাই উদ্বোধনী ম্যাচ হতে পারে চিপকেই। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। গতবার করোনায় বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরে গেলেও এবার পুরো টুর্নামেন্টেই ভারতে হবে। এমন নিশ্চয়তা দিয়েছেন বিসিসিআই সাধারণ সম্পাদক জয় শাহ। তিনি বলেছেন, ‘আমরা জানি আপনারা সবাই চেন্নাই সুপার কিংসকে চিপকেই খেলতে দেখতে চাচ্ছেন। আমার মনে হয় সেটা বোধহয় খুব বেশি দূরে নয়। আইপিএলের ১৫তম সংস্করণ ভারতেই হবে। আগের বারের চেয়ে আরও উত্তেজনাপূর্ণ হবে, যেহেতু দুটি দল বাড়ছে। সামনে আবার বড়সর নিলামও আছে। তাই নতুন রূপ কতটা আকর্ষণীয় হয়, সেটাই দেখার বিষয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত