আওয়ামী লীগের সময় শেষ হয়ে এসেছে তাই তারা প্রলাপ বকছে: মির্জা ফখরুল

আওয়ামী লীগের সময় শেষ হয়ে এসেছে তাই তারা প্রলাপ বকছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সময় শেষ হয়ে এসেছে তাই তারা প্রলাপ বকছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ মিথ্যার উপর টিকে আছে।

সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সমমনা জোটের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বৈঠকটি বিকেল সাড়ে ৪টায় শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, এটি আমাদের রুটিন মাফিক বৈঠক। সেখানে আমাদের আগামী দিনের কর্মসূচি ও যুগপৎ আন্দোলন জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বৈঠকে ক্ষমতাসীন একনায়কতান্ত্রিক সরকারের পতন ঘটানোর জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি। একইসাথে আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ানোর কর্মকৌশল নিয়েও আলোকপাত হয়েছে।

বিএনপি মহাসচিব ছাড়াও বৈঠকে লিয়াজোঁ কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান মোহাম্মাদ শাহজাহান ও আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্ব আরো উপস্থিত ছিলেন জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বিকল্প ধারা বাংলাদেশের অধ্যাপক ড. নুরুল আমিন বেপারি, গণদল চেয়ারম্যান এ টি এম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপ ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি সভাপতি সৃকৃতি কুমার মন্ডল।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত