আঙ্গুলে তিনটি সেলাই, পঞ্চম দিন মাঠের বাইরে থাকবেন জয়

আঙ্গুলে তিনটি সেলাই, পঞ্চম দিন মাঠের বাইরে থাকবেন জয়

নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন ফিল্ডিং করার সময় আঙ্গুলের ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। এজন্য জয়ের আঙ্গুলে তিনটি সেলাই পড়েছে। আগামী ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকবেন জয়। তাই চলমান টেস্টের পঞ্চম ও শেষ দিন মাঠে নামতে পারবেন না জয়। এমনকি ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত জয়। জয়ের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এক ভিডিও বার্তায় দলের ফিজিও বায়েজিদ ইসলাম বলেন, ‘মাহমুদুল হাসান জয় গতকালকে ফিল্ডিং করার সময় তার ডান হাতের আঙ্গুলের একটি ইনজুরিতে পড়েছে, সেটি তিন ও চার নম্বর আঙ্গুলের মাঝে। আমাদের ডাক্তার এখানে যিনি ছিলেন, তিনি সেটাকে সেলাই করে দিয়েছেন। তিনটি সেলাই পড়েছে তার হাতে। আগামী ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে।’ তিনি আরও বলেন, ‘যা যা চিকিৎসা ও ওষুধ দরকার, এরইমধ্যে সেগুলো দেয়া হয়েছে জয়কে। এখন কনজারভেটিভ ম্যানজমেন্ট করা হবে তাকে।’ টেস্টের প্রথম ইনিংসে ২২৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেন জয়। দলের ৪৫৮ রানে অবদান রাখতে পারেন তিনি। প্রথম ইনিংসে ১৩০ রানের লিডও পায় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত