আজ বারহাট্টা মুক্ত দিবস উদযাপিত

আজ বারহাট্টা মুক্ত দিবস উদযাপিত

” বল বীর –
 বল উন্নত মম শির !
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির ! “

আজ মহান ৮ ডিসেম্বর নেত্রকোনা জেলাধীন “বারহাট্টা মুক্ত দিবস” যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

কর্মসূচীর মধ্যে ছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। সকাল ১১ ঘটিকায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

বারহাট্টা ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আব্দুল কাদের সাহেব সভাপতিত্ব করেন এবং দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক ডিএডি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর উদ্দিন সঞ্চালক হিসাবে আলোচনা অনুষ্ঠান শুরু করেন । আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) সানজিদা চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কাজী আদুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান আনোয়ার আজাদ ও শাহিনুর আক্তার শায়লা, বারহাট্টা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীরমুক্তিযোদ্ধা এ.টি.এম ওয়াজেদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা দিলীপ কুমার চক্রবর্তী, বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী প্রমুখ বক্তব্য রাখেন।

সাবেক বীরমুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের জানান, বারহাট্টা কে শত্রু মুক্ত করতে আমরা মুক্তি বাহিনী ও মিত্র বাহিনী বিভিন্ন পাকিস্তানী ক্যাম্পে আক্রমণ চালাই। একই সাথে মিত্রবাহিনীর আগ্রাসনের ভয়ে পাকিস্তানী সেনারা রাতারাতি বারহাট্টা শহর ত্যাগ করতে বাধ্য হয়। ৮ ডিসেম্বর বারহাট্টা শত্রু মুক্তির আনন্দে মুক্তিকামি সাধারণ মানুষের ঢল নামে সারা শহরে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বারহাট্টা উপজেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত