আটপাড়ায় রাতের আাঁধারে শ্মশান ঘাট ভাংচুর 

আটপাড়ায় রাতের আাঁধারে শ্মশান ঘাট ভাংচুর 

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়ার  রাতের আাঁধারে শ্রীপুর চারিগাতিয়া শ্মশান ঘাটের চিতা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার উপজেলার শ্রীপুর চারিগাতিয়ায়  শ্মশান ঘাটের চিতা ভাংচুর করে দুর্বৃত্তরা।
শ্রীপুর চারিগাতিয়া  শ্মশান ঘাটের সভাপতি টুটন কর্মকার বলেন  খুব কষ্ট করে সাহায্য সহযোগিতা নিয়ে  শ্মশানের কাজ শুরু করেছি।  রাতে কে বা কারা শ্মশানের চিতা ভেঙ্গে ফেলে। এটাকে ধর্মীয়  সহিংসতা বলা যায়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. শাকিল আহমেদ, থানার সেকেন্ড অফিসার জিয়া উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, ইউপি সদস্য আক্কাস মিয়া, বীরমুক্তিযোদ্ধা জুবেদ আলী প্রমুখ তাদের সঙ্গে ছিলেন।
এ ঘটনায়  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম  তীব্র নিন্দা এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এমন ঘটনা দুঃখজনক। তদন্তে করে দোষীদের শাস্তি দেওয়া হবে। তবে এটি সংস্কারের জন্য  উপজেলা প্রশাসন থেকে পাঁচ হাজার টাকা দেয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত