আতিকুলের সভায় আচরণবিধি লঙ্ঘন করলনে সাংসদ সাদেক

আতিকুলের সভায় আচরণবিধি লঙ্ঘন করলনে সাংসদ সাদেক

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর আগারগাঁওয়ের শতদল কমপ্লেক্স মাঠে নির্বাচনী এক সভায় বেলা ১১টা থেকে উপস্থিত হওয়ার কথা আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের । তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি সেখানে আসেননি । নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সেখানে উপস্থিত হন ঢাকা ১৩ আসনের সাংসদ সাদেক খান । নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো সাংসদ কোনো প্রার্থীর পক্ষে প্রচার চালাতে বা নির্বাচনের কোনো কাজে যুক্ত থাকতে পারবেন না। এই বিষয়ে সাংসদ সাদেক খানকে প্রশ্ন করা হলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, আমি এখানে এমনিতেই এসেছি । একটু পরে চলে যাব। নির্বাচনী প্রচারে অংশ নেব না। প্রথমে মঞ্চে বসে থাকলেও গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করার পর তিনি সরে যান । বেলা ২টার আগে কোনো মাইক ব্যবহার করার নিয়ম না থাকলেও ঢাকা ১৩ এবং ঢাকা উত্তরের ২৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতারা সভায় সকাল ১০টা থেকেই মাইক বাজাচ্ছে । যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল সভায় উপস্থিত হয়ে বক্তব্য দেন । ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা উত্তরের ২৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. ফোরকান হোসেন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হামিদা আক্তার এবং ২৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী- ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সভায় উপস্থিত থেকে নৌকার পক্ষে ভোট চেয়ে স্লোগান ও বক্তৃতা দেন । শতদল কমপ্লেক্সের সভা শেষে ঢাকা ১৩ আসনের ২৮, ২৯, ৩০ ও ৩২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও আওয়ামী লীগের দলীয় নেতারা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত