আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৯ মালয়েশিয়ায় উদযাপন

আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৯ মালয়েশিয়ায় উদযাপন

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে উদযাপিত হল আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৯। দিবসটি উপলক্ষে পবিত্র কুরআন তেলাওয়াত এবং প্রবাসীদের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। শুক্রবার কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন হলরুমে কাউন্সেলর শ্রম-২ মো. হেদায়েতুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম। 

অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডিফেন্স এডভাইজার কমোডর মুশতাক আহমেদ এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ডেপুটি  হাইকমিশনার ওয়াহিদা আহমেদ।  পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কাউন্সেলর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রবাসী কল্যাণ  ও  বৈদেশিক  কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ  করেন  কাউন্সেলর (পাসপোর্ট  ও ভিসা) মোঃ মশিউর রহমান তালুকদার, প্রবাসী কল্যাণ ও  বৈদেশিক  কর্মসংস্থান সচিবের বাণী পাঠ করেন প্রথম সচিব (কনস্যুলার) মোহাম্মদ মাসুদ হোসেন। এ সময় হাইকমিশনার সমবেত প্রবাসীদের উদ্দেশ্যে  বলেন, আপনারা পরিবার পরিজন রেখে এই প্রবাসে কাজ করছেন।  আপনাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা, অসুবিধা ও সমস্যা সমাধান করার জন্য হাইকমিশন কাজ করছে। সরকার প্রবাসীদের জন্য আলাদা সার্ভিস ভবন দিয়েছে, হাইকমিশন থেকে গিয়ে মোবাইল টিমের মাধ্যমে পেনাং ও জহুর বারু, ক্যামেরুন হাইল্যান্ড ও ক্লাং এ সেবা দিচ্ছে। সরকার প্রবাসীদের কল্যাণ করছে, প্রবাসীর পরিবারের জন্যও কল্যাণের ব্যবস্থা করেছে। জমি সম্পদ বিক্রি না করে ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশে যাবার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক করেছে। দেশে ফিরে গিয়ে এই ব্যাংক থেকে লোন নিয়ে নিজেই ব্যবসা করতে পারবেন। তিনি বৈধ পথে দেশে  অর্থ প্রেরণের জন্য আহবান জানিয়ে বলেন,  বৈধ পথে অর্থ পাঠানোর জন্য  সরকার ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে। 

অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা, কর্মচারী এবং বিপুল সংখ্যাক প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত