আবারো অনুশীলনে যোগ দিয়েছেন মেসি

আবারো অনুশীলনে যোগ দিয়েছেন মেসি

বার্সেলোনাতেই থাকছেন এমন ঘোষণা দিয়ে অনেক জল্পনার অবসান ঘটান লিওনেল মেসি। তার আগে মঞ্চায়িত হয় নানা নাটক। সব কিছুর অবসান ঘাটিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) বার্সার অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। তার ট্রান্সফার নাটকের পর এবং নতুন কোচ রোনাল্ড কোমানের তত্ত্বাবধানে প্রথম। এদিন মেসি অবশ্য একা একা অনুশীলন করেছেন। অন্যদিকে ফিলিপে কুতিনহোসহ অন্যান্যরা একসঙ্গে অনুশীলন করেছেন। 

২৫ আগস্ট বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়ার পর অনেক কিছু হয়ে যায়। মেসি বিনা ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছাড়তে চান। অন্যদিকে বার্সেলোনা তার রিলিজ ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো দাবি করে। এ নিয়ে কম জল ঘোলা হয়নি। অবশেষে সবকিছু বিবেচনা করে গেল শুক্রবার মেসি কোথায় যাচ্ছেন না বলে জানান। অবশ্য এই ঘোষণার আগে দলের প্রথম অনুশীলনও মিস করেন আর্জেন্টাইন তারকা। এমনকী ৩০ আগস্ট তিনি দলের করোনা টেস্টেও অংশ নেননি।

সোমবার লা লিগার প্রেসিডেন্ট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন— আমরা চাই মেসি আমাদের সঙ্গে থাকুক। সে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। আমরা চাই সে তার ক্যারিয়ার লা লিগায় শেষ করুক। গেল ২০ বছর ধরে সে আমাদের সঙ্গে আছে। আমরা অত্যন্ত খুশি যে সে অন্য কোনো লিগে খেলতে যাচ্ছে না এবং আমাদের সঙ্গেই থাকছে।

বার্সেলোনার লা লিগা মিশন শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এদিন তারা ভিয়ারিয়ালের মুখোমুখি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত