এখন থেকে এমবাপ্পে শুধুই রিয়াল মাদ্রিদের

এখন থেকে এমবাপ্পে শুধুই রিয়াল মাদ্রিদের

খেলার ডেস্ক:
সবকিছু আগে থেকেই ঠিক হয়ে ছিল, বাদবাকি অপেক্ষা ছিলো শুধুই আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটিও হয়ে গেল। এখন থেকে কিলিয়ান এমবাপ্পেক কেবল রিয়াল মাদ্রিদের। সব অনিশ্চয়তা দূর করে বহু অপেক্ষার পরে স্বপ্নের ক্লাবে এই বিশ্বকাপজয়ী।

অনেক দিন ধরেই ছিল গুঞ্জন, প্রতি দলবদলের মৌসুমে কেড়ে নেয় সব আকর্ষণ; তবে হবে হবেও বলে রিয়াল মাদ্রিদের হচ্ছিলেন না এমবাপ্পে। তবে এবার আর কোনো বাঁধা রইলো না। চলে এলো অফিশিয়াল ঘোষণা।

সোমবার মধ্যরাতে রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে পরিচয় করাল নিজেদের ফুটবলার হিসেবে। পাঁচ বছরের চুক্তিতে তাকে দলভুক্ত করেছে ক্লাবটি। বিষয়টি স্প্যানিশ জায়ান্টরা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে।

এক ছোট্ট বিবৃতিতে এমবাপ্পের আগমনের ঘোষণা দেয় ইউরোপ চ্যাম্পিয়নরা, ‘রিয়াল মাদ্রিদ ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে করা চুক্তি অনুযায়ী তিনি আগামী পাঁচ মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হচ্ছেন।’

এদিকে রিয়ালের জার্সি পরা ছোটবেলার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় এমবাপ্পে পোস্ট করেছেন, ‘স্বপ্ন পূরণ হলো। স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি খুব খুশি এবং গর্বিত।’

তিনি আরও বলেন, ‘কেউ বুঝতে পারবে না আমি এখন কতটা উত্তেজিত। মাদ্রিদিস্তাস, তোমাদের সঙ্গে দেখা করতে অধীর অপেক্ষায় আছি। তোমাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ। হালা মাদ্রিদ।’

জানা গেছে বার্নাব্যুতে দেড় কোটি ইউরোতে পাঁচ বছরের জন্য চুক্তি করেছেন এমবাপ্পে। ২৫ বছর বয়সী ফরোয়ার্ডকে সাইনিং-অন বোনাস হিসেবে দেয়া হবে সাড়ে আট কোটি ইউরো। চুক্তির মেয়াদে তাকে কিস্তিতে এই ফি দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত