কক্সবাজারে ৩৫টি পয়েন্টে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন মন্ত্রীর

কক্সবাজারে ৩৫টি পয়েন্টে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন মন্ত্রীর

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি। পর্যটন নগরী কক্সবাজারের ৩৫টি পয়েন্টে ৭৪টি ওয়াইফাই রাউটারে ৭ হাজার ৪’শ ব্যাক্তি একসাথে এইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবে, প্রত্যেক রাইডারে ৩০মিটার এলাকা জুড়ে ইন্টারনেট এক্সেস পাওয়া যাবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি।শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) আয়োজিত ফ্রি ওয়াই ফাই জোন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, কক্সবাজারের ২হাজার ৮’শ ২৭ বর্গমিটার এলাকাকে প্রি ইন্টারনেটের আওতায় আনা হয়েছে। প্রতিদিন ৫হাজার পর্যটক সর্বাধুনিক এ উচ্চ গতির প্রি ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবে। এই প্রকল্প বাস্তাবয়ন করতে সরকারের ব্যায় হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা খরচ হয়েছে বলে তিনি জানান।তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পার্থ প্রতীম দাশের সভাপতিত্বে এসময় কক্সবাজার সদর-রামু আসনে সাংসদ সাইমুম সরওয়ার কমল, চকরিয়া পেকুয়ার আসনের সাংসদ জাফর আহম্মেদ, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ, কক্সবাজার উন্নয়ন কর্তৃক্ষের চেয়ারম্যান ফোরকান আহমেদ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইবকাল হোসাইন ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।অনুষ্ঠানে কক্সবাজার সরকারী কলেজসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত