কমলগঞ্জ ও শ্রীমঙ্গল ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন

কমলগঞ্জ ও শ্রীমঙ্গল ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় আগামী ৫ জানুয়ারি  অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। পঞ্চম ধাপের এই নির্বাচনে ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন, মেম্বার পদে ৩৩৩ জন এবং সংরক্ষিত মহিলা পদে ১০৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে তাদের মনোনয়ন পত্র জমা দেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার জানান, উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মোট ৪৭৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩৭ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ৯ জন, ইসলামি আন্দোলন বাংলাদেশের ১জন, খেলাফত মজলিসের ১ জন ও সতন্ত্র ২৬ জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নয়টি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন-
১ নং রহিমপুর ইউপি’তে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমেদ তরফদার।
২ নং পতনঊষার ইউপি’তে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সেলিম আহমেদ চৌধুরী, অলি আহমদ খাঁন, খেলাফত মজলিসের সামছুল ইসলাম লিয়াকত, আমিনুর রসিদ চৌধুরী, মোহাম্মদ মাহমুদুর রহমান।
৩ নং মুন্সীবাজার ইউপি’তে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী রনেন্দু ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শফিকুর রহমান  চৌধুরী, নাহিদ আহমেদ তরফদার, সালাম মিয়া ও মুকুল মিয়া।
৪ নং শমশেরনগর ইউপি’তে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী আব্দুল মালিক বাবুল,স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ জুয়েল আহমেদ, আব্দুল গফুর, এবিএম আরিফুজ্জামান অপু,এনায়েত হোসেন মুমিন,তানিয়া তারিন।
সদর ৫ নং কমলগঞ্জ ইউপি’তে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, মৌরীন কিবরিয়া, মামুনুর রসিদ, সফিকুল ইসলাম সুফি।
৬ নং আলীনগর ইউপি’তে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী ফজলুল হক বাদশা, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক শাহীন আহমেদ, যুবলীগ নেতা নিয়াজ মুর্শেদ রাজু।
৭ নং আদমপুর ইউপি’তে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী সাব্বির আহমদ ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদাল হোসেন, জাহাঙ্গীর মুন্না রানা।
৮ নং মাধবপুর ইউপি’তে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী আসিদ আলী, স্বতন্ত্র প্রার্থী পুস্প কুমার কানু, ইসলামি আন্দোলন বাংলাদেশ মো. মোহন মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুব চৌধুরী আবদাল।
৯ নং ইসলামপুর ইউপি’তে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী সুলেমান মিয়া, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান, মোস্তাফা মিয়া।
অপরদিকে শ্রীমঙ্গল উপজেলায় পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে, ৯টি ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়ন জমা দিয়েছেন ৫ শ ৬৯ জন প্রার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম।
গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ৮টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ভুনবীর, আশীদ্রোন ও কালীঘাট ইউনিয়নের রিটার্নিং অফিসার তপন জ্যোতি অসীম জানান, “আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে, বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা পরেছে মোট ৫৬৯ জন প্রার্থীর। এর মধ্যে ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৪৬ জন।
এছাড়া শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ৮১ টি ওয়ার্ডের জন্য মেম্বার পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩ শত ৯৩ জন। আর সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়ন জমা দিয়েছেন ১ শত ৩০ জন।
কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জনী খাঁন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো, সাইফুল ইসলাম তালুকদার ও কুলাউড়া নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আহসান ইকবাল উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই ১২ ডিসেম্বর, প্রত্যাহার ১৯ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত