কালীগঞ্জে ভারতীয় কাতান শাড়ীসহ গ্রেফতার ৪

কালীগঞ্জে ভারতীয় কাতান শাড়ীসহ গ্রেফতার ৪

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ থানার বিশেষ অভিযান চালিয়ে ৮নং কাকিনা ইউনিয়নের  সিরাজুল মার্কেট থেকে  ভারতীয় কাতান শাড়ী,ও পিকাআব  উদ্ধারসহ ৪জন কে গ্রেফতার করেন কালীগঞ্জ থানার পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার  তদন্ত  জনাব ফর্হাদ মন্ডলের নেতৃত্বে এসআই  আবু বকর সিদ্দি,ও সঙ্গীয় ফোর্স সহ কালীগঞ্জ থানাধীন ৮নং কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেটের  জামে মসজিদের সামনের কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তার উপর হইতে  অবৈধভাবেআনা  ভারতীয় কাতান শাড়ী  ৩৯৯ পিচ লাল,নীল, সবুজ ও খয়েরী রংঙ্গের ও একটি  পিকাআব উদ্ধার সহ  বুলবুল(৪৫),নুর আলম ড্রইভার(২৪),শাহাজাদা(৩৯),শহিদুল ইসলাম শহিদ(২৮),নামের ৪জন কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী হলো  বুলবুল(৪৫),পিতা নুর হোসেন,নুর আলম ড্রইভার(২৪),পিতা  সাহাবুব, শাহাজাদা(৩৯),পিতা  মৃত মোশারফ হোসেন,শহিদুল ইসলাম শহিদ(২৮), পিতা  অজ্ঞাত, সকলে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার  ধবলসুতী  গ্রামের। 

লালমনিরহাটের কালীগঞ্জ থানার অফিসার  তদন্ত  জনাব ফর্হাদ মন্ডল, জানান গোপন সংবাদের ভিত্তিতে এস আই  আবু বকর সিদ্দিক, ও সঙ্গীয় ফোর্সসহ কালীগঞ্জ থানার ৮নং কাকিনা ইউনিয়নের  সিরাজুল মার্কেট থেকে  অবৈধভাবেআনা  ভারতীয় কাতান শাড়ী  ও একটি  পিকাআব উদ্ধার সহ  ৪জনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী  বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয় -মামলা নং-৫০, বিশেষ ক্ষমতা  আইনের ১৯৭৪ সালের২৫-বি  এর  ১(বি) ধারা  রুজু করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত