কিশোর গ্যাংয়ের হামলায় কলেজছাত্র আহত, গ্রেফতার ১

কিশোর গ্যাংয়ের হামলায় কলেজছাত্র আহত, গ্রেফতার ১

রোমানহোসেন সাভার : ঢাকার সাভারে কিশোর গ্যাংয়ের হামলায় এক কলেজছাত্র আহতের ঘটনায় সাগর (১৪) নামে একজনকে গ্রেফতার  করেছে সাভার মডেল থানা পুলিশ।

আহত ওই শিক্ষার্থীর নাম মো. তারেক হোসেন শাহেদ (১৬)। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার দেউলি গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে।

এবং সাভার কলেজিয়েট কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তারা সাভারের ব্যাংক কলোনী এলাকার এড. তারেকের বাড়িতে ভাড়ায় বসবাস করেন।

মামলার অভিযুক্তরা হলেন, সাগর (১৪), সম্রাট (১৫), রবিন (১৫), আরিফ (১৪), বিপুল (১৪) তারা সবাই সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ১১ মে বিকেলে সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকার বালুর মাঠে তার বন্ধুদের সাথে ফুটবল খেলতে গেলে
সেখানে পূর্ব শত্রুতার জেরে মামলার অভিযুক্তরাসহ আরো ৭/৮জন মিলে শাহেদের বন্ধু আ. মান্নানকে (১৮) মারপিট করতে থাকে।

এসময় শাহেদ তার বন্ধুকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করতে থাকে। একপর্যায়ে অভিযুক্ত সাগর তার হাতে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে শাহেদের আঘাত করলে ডান হাতের কনুইয়ের দিকে মারাত্মকভাবে কেটে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক এসআই সুদিপ কুমার গোপ  জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করলে গতকাল মঙ্গলবার (১৬ মে) রাতে প্রধান আসামী সাগরকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত