খুলনায় মেয়র কাপ হাডুডু টুর্নামেন্ট শুরু ২৬ ফেব্রুয়ারি

খুলনায় মেয়র কাপ হাডুডু টুর্নামেন্ট শুরু ২৬ ফেব্রুয়ারি

বি এম রাকিব হাসান:
দুই দিনব্যাপী মেয়র কাপ হাডুডু টুর্নামেন্ট আগামী ২৬ ফেব্রুয়ারি রাত আটটায় খুলনার খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হবে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের শহিদ আলতাফ মিলনায়তনে মেয়র কাপ হাডুডু প্রতিযোগিতা উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।
সিটি মেয়র বলেন, হাডুডু বা কাবাডি উপমহাদেশের অন্যতম জনপ্রিয় একটি খেলা। বর্তমানে কাবাডি আন্তর্জাতিকভাবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। অতীতে এই খেলা শুধু গ্রামে প্রচলিত থাকলেও বর্তমানে সকল স্থানে এর প্রচলন রয়েছে। খেলাধুলা সুস্থ বিনোদনের অন্যতম একটি মাধ্যম। খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি সামাজিক শৃঙ্খলাবোধ নিশ্চিত করে। হাডুডু, দাড়িয়া বান্ধা, কানামাছি আবহমান বাংলার নিজস্ব খেলা। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে হাডুডুকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেন। গঠন করেন জাতীয় কাবাডি ফেডারেশন। অথচ আধুনিকতায় ছোঁয়ায় ক্রমেই হারিয়ে যাচ্ছে গ্রামীন ঐতিহ্যের এ খেলাটি। নতুন প্রজন্মকে দেশীয় খেলাধুলা চর্চায় আগ্রহী করে তোলার লক্ষ্যেই খুলনায় মেয়র কাপ হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। মেয়র এই টুর্নামেন্টকে সফল করার লক্ষ্যে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
প্রেসব্রিফিং এ মেয়র খুলনার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করবে। ২৬ ফেব্রুয়ারি রাত আটটায়  কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন বলে জানানো হয়।
প্রেসব্রিফিং এ খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, টুর্নামেন্ট আয়োজক কমিটির নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত